ওয়াসার ৭টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন মোটর জব্দ, লাখ টাকা বকেয়া আদায়

বন্দর নিমতলায় অভিযান

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৫ এপ্রিল, ২০২৪ at ৮:২৮ পূর্বাহ্ণ

বাসার সংযোগ থেকে বাণিজ্যিক ভাবে পানি বিক্রি ও অবৈধ সংযোগ দেয়ার খবর পেয়ে চট্টগ্রাম ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তারের নেতৃত্বে নগরীর বন্দর থানাধীন পশ্চিম নিমতলা দোতলা মসজিদ এলাকায় অভিযান চালিয়ে ৭টি সংযোগ বিচ্ছিন্নসহ পানি বিক্রির মোটর জব্দ করা হয়েছে। অভিযানের খবর পেয়ে অভিযুক্ত ওয়াসার পানি বিক্রেতা ইকবাল হোসেন ও তার ভাই আবদুল পালিয়ে যায়। গতকাল বেলা ১১টায় নগরীর বন্দর থানাধীন পশ্চিম নিমতলা দোতলা মসজিদ এলাকায় হাজী ইউসুফ সরকারের বাড়িতে এই অভিযান পারিচালনা করা হয় বলে জানান চট্টগ্রাম ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তারের পেশকার শাহাদাত মজুমদার শুভ। তিনি আজাদীকে বলেন, ঐ এলাকায় ইকবাল হোসেন ও হাবিব উল্লাহর দুটি বৈধ আবাসিক সংযোগ ছিল। এই দুটি সংযোগ থেকে ইকবাল হোসেন ও তার ভাই আবদুল মোটরের সাহায্যে রিজার্ভারে পানি তুলে এলাকার মানুষের মাঝে অবৈধ ভাবে বিক্রি করে আসছিল। এছাড়াও এই দুটি সংযোগ থেকে তারা দুই ভাই আরো ৬৭টি সাব লাইন দিয়ে পানি বিক্রি করে আসছে। ইকবাল হোসেন এই ব্যবসা করলেও এটির তত্ত্বাবধান করেন তার ভাই আবদুল। অভিযানকালে তারা দুই ভাই পলাতক ছিল। অভিযানে একটি মোটর জব্দ করা হয়েছে এবং ৬৭টি সাব সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এসময় তাদের বকেয়া ১ লাখ টাকার বিল আদায় করা হয়েছে। অভিযানে ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তারের সাথে বন্দর থানার মোবাইল টিম, আগ্রাবাদ মড১ এবর নির্বাহী প্রকৌশলী ইফতেখার উল্লাহ মামুন, সহকারী প্রকৌশলী মনোয়ার হোসেন, পেশকার শাহাদাত মজুমদার শুভ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রকৃত গবেষণার মাধ্যমে বাস্তবমুখী সফলতা অর্জনে সচেষ্ট হতে হবে
পরবর্তী নিবন্ধআবদুস সবুর লিটন রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক