ওজনে কারচুপি, নেই মূল্যতালিকা নগরীর তিন মুরগি ব্যবসায়ীকে জরিমানা

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৯ মার্চ, ২০২৩ at ৫:০৭ পূর্বাহ্ণ

মুরগির ওজনে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় নগরীর বহদ্দারহাট ও আগ্রাবাদ চৌমুহনী কর্ণফুলী বাজারের তিন মুরগি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুজ্জামান গণমাধ্যমকে বলেন, মূল্যতালিকা না থাকায় বহদ্দারহাট বাজারে দুই মুরগির দোকানকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওজনে কম দেয়ায় চৌমুহনী কর্ণফুলী বাজার এলাকার একটি মুরগির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মো. আনিছুজ্জামান।

পূর্ববর্তী নিবন্ধআ. লীগ ছাড়া দেশের বাকি মানুষের নাভিশ্বাস উঠেছে
পরবর্তী নিবন্ধসা. সম্পাদককে বাদ দিয়ে সম্মেলন প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ