এ দায় কার?

সাহাদাত হোসাইন সাহেদ | মঙ্গলবার , ১৯ অক্টোবর, ২০২১ at ৭:২০ পূর্বাহ্ণ

অফিস, বাণিজ্য ওব্যান্‌েকর উর্বর পীঠস্থান চট্টগ্রামের আগ্রাবাদ। আর তারো মধ্যমনি বাদামতলী মোড়। সেই ব্যস্তময় বাদামতলীর পিছনের নালায় পরে নিখোঁজ বিশ্ববিদ্যালযের ছাত্রী সেহরিন মাহমুদ সাদিয়া। বয়স ২০ ছুঁই ছুঁই। ৫ ঘন্টা পরে উদ্ধার হয় লাশ হয়ে। বলুন,বুঝাবো কি? প্রবোধের সান্ত্বনা বাক্যটি কি? যথাযথ কর্তৃপক্ষের অদেখা ও অবহেলায় দুর্ঘটনা হচ্ছে, কে নেবে এর দায়? কোন কর্ম সঠিক নিরূপণ হয়না। ফলে সৃষ্টি হয় ফাঁদ। চসিক, সিডিএ ওয়াসা সব কর্তৃপক্ষ ভেজায় মাতাল। দুর্ঘটনা হলে শুরু হয় দোষারোপের ঠেলাঠেলি। ধরি মাছ, না ছুই পানির কথনের মত চলে অসীম প্রলাপ। ভোগান্তি তে পরে জনগণ। চসিক মেয়র বাণী বলে খালাস। তিনি দায়িত্ব নিতে কেন যে এতো পলায়নপর বাক্যে নির্ভর বুঝে উঠতে পারি না। হেলাফেলায় কয়ে কার ভাগ্য নিয়ন্ত্রণ করেন? আর কত অবহেলা? আর কত সালেহ আহমদ ও সাদিয়ারা প্রাণ নির্ঘুম হবে? চেয়ার সব কর্মে সমাধান দেয় না। তাই থাকতে হবে মাঠে ময়দানে, কর্ম কর্মী বেষ্টিত স্থানে। সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজনের নিয়ম নীতির দৃষ্টান্ত আমাদের জন্য আজ অনুকরণীয়। যা প্রতি পদে পদে দেখা যাচ্ছে। চসিক নিয়ন্ত্রিত এলাকার ভোগান্তি পোহাতে মাননীয় বর্তমান মেয়রকেও সে পদে অনুসরণ প্রযোজ্য মনে করি। অন্যথা জনগণ বার বার হোঁচট খাবে। কাজের অনিযমে দুর্ঘটনা ও লাশের সংখ্যা বৃদ্ধি পাবে। আশা করি, দায় এড়াতে না পারে কর্তৃপক্ষ তেমন ব্যবস্থা গ্রহণ করে জনমনে স্বস্তি ফিরাতে সক্ষম হবেন। সাদিয়ার মৃত্যুর জট জনসমক্ষে প্রকাশিত হোক। নতুন কোন সালেহ আহমদ যেন ড্রেনের পানিতে তলিয়ে না যায়। বলাবাহুল্য, এই পর্যন্ত চসিক অধ্যুষিত নালা নর্দমায় চার জন লোকের সলিল সমাধি ঘটে গেছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রবারণার পুণ্য আলোয় আলোকিত হোক ধরা
পরবর্তী নিবন্ধপ্রবারণার ধর্মীয় ব্যাপ্তি ও তাৎপর্য