‘এসো অক্সিজেনের চাষ করি’

| বৃহস্পতিবার , ১০ নভেম্বর, ২০২২ at ১০:০২ পূর্বাহ্ণ

প্রকৃতির সৌন্দর্যবর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পরিবেশ গড়তে এ্যাড ভিশন বাংলাদেশের গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেঁচে থাকার প্রধান উপাদান অঙিজেনের গুরুত্ব বিবেচনায় ‘এসো অক্সিজেনের চাষ করি’ এ স্লোগানকে সামনে রেখে গত ৭ নভেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মাসব্যাপী পরিচ্ছন্ন কার্যক্রম ও গাছের চারা বিতরণ কর্মসূচি সংগঠনের নগর শাখার সভাপতি মো সায়েদুল আলম চৌধুরী মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর মো গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর মো আব্দুস সালাম মাসুম ও মো. মাইনুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো.মাসুদ রানা।

বক্তব্য রাখেন অ্যাড. কামরুল ইসলাম, মো নাছির উদ্দীন বাঙালি, রফিকুল ইসলাম, মো. হাসান মুরাদ, নুর জাহান আকতার, নাছরিন তমা, নুপুর আকতার, শিউলি আকতার, নিশিতা বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে পথচারী ও শিক্ষার্থীদের মাঝে এক হাজার লিফলেট ও তিনশত বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ এবং জামালখান ওয়ার্ডে গাছের চারা রোপণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে ঈদে মিলাদুন্নবী ও ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল
পরবর্তী নিবন্ধজাল খতিয়ান নিয়ে খাজনা দিতে গিয়ে যুবক কারাগারে