জাল খতিয়ান নিয়ে খাজনা দিতে গিয়ে যুবক কারাগারে

বোয়ালখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ নভেম্বর, ২০২২ at ১০:০২ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলা ভূমি অফিসে জাল খতিয়ান দেখিয়ে জমির খাজনা দিতে এসে বাবলা কুমার পাল (৪৭) নামের এক যুবককে বিনাশ্রম এক সপ্তাহের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুর ১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিনের নেতৃত্বে পরিচালিত ভ্রামমাণ আদালত এ সাজা প্রদান করে।

আদালত সূত্রে জানা যায়, বাবলা কুমার পাল জাল খতিয়ান দেখিয়ে জমির খাজনা পরিশোধ করে দাখিলা নিতে উপজেলা ভূমি অফিসে এসেছিলেন। অফিসের লোকজন খতিয়ানটি অনলাইন চেক করলে তা জাল বলে শনাক্ত হয়।

এ ব্যাপারে বাবলা কুমার পাল তার অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাকে এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে পুলিশে হস্তান্তর করে। সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন বলেন, বাবলা কুমার পাল অসত্য তথ্য প্রদান করে খাজনা রশিদ সংগ্রহের চেষ্টা করেন। তার প্রদত্ত খতিয়ানটি জাল প্রমাণিত হওয়ায় তাকে সাজা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘এসো অক্সিজেনের চাষ করি’
পরবর্তী নিবন্ধ৬ কোটি ৮ লাখ টাকার উন্নয়ন কাজ বাস্তবায়নের সুপারিশ প্রণয়ন