এশিয়াটিক কটন মিলস’র ব্যবস্থাপনা পরিচালক কারাগারে

আজাদী প্রতিবেদন | সোমবার , ৬ জুন, ২০২২ at ১০:২৬ পূর্বাহ্ণ

দুদকের একটি মামলায় দি এশিয়াটিক কটন মিলস চট্টগ্রামের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল হাফিজ সালাওয়াত প্রকাশ সালাওয়াত হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।

এর আগে আত্মসমর্পণ পূর্বক জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে দেন। দুদক পিপি মুজিবুর রহমান আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দি এশিয়াটিক কটন মিলস চট্টগ্রামের ব্যবস্থাপনা পরিচালক ও তার স্ত্রী ফয়েজুন্নেছা আক্তার দুজনই আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। আদালত স্ত্রীর জামিন মঞ্জুর করলেও সালাওয়াতের জামিন নাকচ করে দেন এবং তাকে কারগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি বলেন, গত বছরের ২৬ জুন সালাওয়াত এবং তার স্ত্রীসহ মোট ৭ জনের বিরুদ্ধে দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক নুরুল হুদা মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে ১ কোটি ৫৭ লাখ ৯৩ হাজার টাকা আত্মসাৎ করেছেন। দুর্নীতি প্রতিরোধ আইন ও দণ্ডবিধি অনুযায়ী যেটি শাস্তিযোগ্য অপরাধ।

পূর্ববর্তী নিবন্ধবেড়েছে রাজস্ব আয়, বাড়েনি জনবল ভোগান্তির অভিযোগ সেবাগ্রহীতাদের
পরবর্তী নিবন্ধযুবকের যাবজ্জীবন ও ৩ লাখ টাকা জরিমানা