এমেচার ক্রিকেট টুর্নামেন্টে হোয়াইট ফ্যালকন চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২০ এপ্রিল, ২০২৪ at ৮:৪২ পূর্বাহ্ণ

নাসিরাবাদ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় এবং আম্বিয়ার গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এমেচার ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হয়েছে হোয়াইট ফ্যালকন । গতকাল সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় হোয়াইট ফ্যালকন ৫ রানে নাইনটিজ উইলোসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সকালে টসে জিতে ব্যাট করতে নামা হোয়াইট ফ্যালকন নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাজেশ ২৭ এবং আসাদ করেন ৪২ রান। শেষ দিকে ১৬ বলে ২৬ রানের ইনিংস খেলেন রাফায়েদ রাফু। নাইনটিজ উইলোর রাশেদ ৩৫ রানে ২টি এবং ইমরান, মর্তুজা, জকি, পংকজ প্রত্যেকে ১টি করে উইকেট লাভ করেন। ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নাইনটিজ উইলো ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪১ রান করতে সক্ষম হয়। দলের ওপেনার আব্দুল লতিফ ফিরে যান ২০ রার করে। এরপর মাসুদ একাই লড়ে যান ছোট ছোট পার্টনারশিপ করে। মাসুদ ৪৮, জকি ১২, রিপন ১৩ রান করলেও দলকে জেতাতে পারেনি। শেষ ৩ বলে নাইনটিজ উইলোর জয়ের জণ্য প্রয়োজন ছিল ১৮ রানের। পরপর দু বলে দুটি ছক্কা মেরে ইমরান নাইনটিজ উইলোকে চ্যাম্পিয়নের স্বপ্ন দেখালেও শেষ বলে আর ছক্কা মারতে পারেনি। ফলে ৫ রানে হারের বিষাদ নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। ২৫ রানে অপরাজিত থাকেন ইমরান। হোয়াইট ফ্যালকনের আসাদ মাত্র ১৫ রান দিয়ে ৪টি উইকেট নিয়ে ধ্বসিয়ে দেন নাইনটিজ উইলোকে। আসাদ তার অলরাউন্ড নৈপূণ্যের জন্য ম্যান অফ দ্যা ফাইনাল নির্বাচিত হন। টুর্নামেন্টের সেরা ব্যাটার ২৭৭ রান করা নাইনটিজ উইলোর মাসুদ। সেরা বোলার ১৩ উইকেট নিয়ে হোয়াইট ফ্যালকনের রাজিব। পুরো টুর্নামেন্টে ৪ উইকেট এবং ২৭৭ রান করে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হন নাইনটিজ উইলোর মাসুদ। তাদের প্রত্যেককেই হাক্কানীর পক্ষ থেকে উপহার সহ ক্রেস্ট প্রদান করা হয়। আম্বিয়া গ্রুপ ছাড়াও হাক্কানী গ্রুপ, এন এইচ টি হোল্ডিং, এসএনএম এগ্রো এ টুর্নামেন্টে স্পন্সর হিসেবে ছিল।

ফাইনাল খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য নোমান আল মাহমুদ, সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর ডঃ নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, শ্রমিকলীগের সহসভাপতি সফর আলী, মহানগর আওয়ামী লীগ নেতা মোঃ ইসহাক, স্পন্সর প্রতিষ্ঠান হাক্কানী গ্রুপের ম্যানেজার বাপ্পি, নাসিরাবাদ স্পের্টিং ক্লাবের সহ সভাপতি তৌফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এরফানুল ইসলাম খান লাবু, প্রচার সম্পাদক মোঃ ফারুক টিটো, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আবুল হাশেম রাজা, ক্লাবের সদস্য পায়েল, কফিল, আলম, দিপু, লতিফ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঢাকা লিগে সর্বোচ্চ রানের মালিক চট্টগ্রামের ইমন
পরবর্তী নিবন্ধইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৮