ঢাকা লিগে সর্বোচ্চ রানের মালিক চট্টগ্রামের ইমন

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২০ এপ্রিল, ২০২৪ at ৮:৪২ পূর্বাহ্ণ

ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে চট্টগ্রামের ক্রিকেটাররা বেশ ভাল করেছে। আগের দিন সেঞ্চুরি করেছেন চট্টগ্রামের ছেলে ইরফান শুক্কুর। তবে সবাইকে টপকে রান তোলায় সবার ওপরে আছেন প্রাইম ব্যাংক লিমিটেডের হয়ে খেলা তরুণ বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন। আর উইকেট শিকারে শীর্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বাঁহাতি পেসার রুয়েল মিয়া। এবারের লিগে ১১ ম্যাচে ৩ টি সেঞ্চুরি সহ মোট ৫৮৫ রান করে দেশের সব তারকা ও প্রতিষ্ঠিত ব্যাটারকে পিছনে ফেলে রান সংগ্রহে সবার ওপরে আছেন ইমন। ৯০.৯৮ স্ট্রাইকরেটে ব্যাট করে রান করেছেন ৫৩.১৮ গড়ে। ইমনের ব্যাট থেকে আসে তিনটি সেঞ্চুরি এবং ২টি হাফ সেঞ্চুরি। এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন দেশের সেরা ওপেনার তামিম ইকবাল। ১১ ম্যাচে তিনি করেছেন ৪২৪ রান। বিপিএলে সর্বোচ্চ রানের মালিক তামিম শেষ দুই ম্যাচে রান না পাওয়ায় আরো উপরে থাকা সম্ভব হয়নি। তামিমের গড় ৩৮.৫৫ এবং স্ট্রাইক রেট ৭৯.৫৫। তামিম ৫টি হাফ সেঞ্চুরি করেছেন। এই তালিকায় অস্টম স্থানে রয়েছেন শাইনপুকুরের উইকেটরক্ষক ব্যাটার ইরফান শুক্কুর । ১১ ম্যাচে তিনি করেছেন ৩৯৬ রান। ৯৩.৮৪ স্ট্রাইকরেটে ৬৬.০০ গড়ে রান করেছেন ইরফান। তার রয়েছে দুটি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি।

এছাড়াও চট্টগ্রামের আরো কয়েকজন ক্রিকেটার বেশ ভাল করেছেন এবারের ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে। তাদের মধ্যে জাতীয় দল থেকে বাইরে থাকা ইয়াসির আলি রাব্বি ১১ মাচে করেছেন ৩০০ রান। তার গড় ৩৩.৩৩ এবং স্ট্রাইক রেট ৯৫.২৪। একটি হাফ সেঞ্চুরি রয়েছে তার। এছাড়া সিটি ক্লাবের পক্ষে খেলা চট্টগ্রামের আরেক তরুন সাজ্জাদুল হক রিপন ১১ ম্যাচে করেছেন ৩০০ রান। চারটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। তার সর্বোচ্চ রান ৭৬। তার গড় ৩০.০০ এবং স্ট্রাইক রেট ১০০.৬৭। এছাড়া চট্টগ্রামের আরেক ক্রিকেটার সাদিকুর রহমান ১১ ম্যাচে করেছেন ২৬৯ রান। তার গড় ২৪.৪৫ এবং স্ট্রাইক রেট ৭৫.৯৯।

পূর্ববর্তী নিবন্ধমোস্তাফিজকে আইপিএল খেলতে দেওয়ার অনুরোধ আকাশ চোপড়ার
পরবর্তী নিবন্ধএমেচার ক্রিকেট টুর্নামেন্টে হোয়াইট ফ্যালকন চ্যাম্পিয়ন