এবার সিনিয়র নার্সের পরীক্ষা স্থগিত করল পিএসসি

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১ এপ্রিল, ২০২১ at ৪:৩০ পূর্বাহ্ণ

করোনা পরিস্থিতিতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের ‘সিনিয়র স্টাফ নার্স পদ’ এর লিখিত পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১০ এপ্রিল দশম গ্রেডের এ পদের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। গতকাল বুধবার কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ এর ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংশ্লিষ্ট সকলকে লিখিত এ পরীক্ষার পরবর্তিত তারিখ ও সময় অবহিত করা হবে। এর আগে গত ১১ মার্চ দশম গ্রেডের এই পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করেছিল পিএসসি। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ১৫ হাজার ২২৮ জন প্রার্থীর লিখিত পরীক্ষা আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

পূর্ববর্তী নিবন্ধবাঘাইছড়িতে দেহরক্ষীর গুলিতে জেএসএস কমান্ডার খুন
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে হাতির আক্রমণে নিহত ১