বাঁশখালীতে হাতির আক্রমণে নিহত ১

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ এপ্রিল, ২০২১ at ৪:৩০ পূর্বাহ্ণ

বাঁশখালীর কালীপুর ইউনিয়নের পুর্ব গুনাগরী এলাকায় বন্যহাতির আক্রমণে নুর মোহাম্মদ (৬০) নামে এক কৃষক নিহত হয়েছে। সে কালীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পুর্ব গুনাগরী এলাকার মৃত আবুল হোসেনের পুত্র। তার সংসারে স্ত্রীসহ ১ ছেলে এবং ৬ কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালে কালীপুর ইউনিয়নের জঙ্গল কালীপুর এলাকায় নুর মোহাম্মদ তার নিজের বাগানে কাজ করতে যায়। এ সময় পাহাড় থেকে নেমে আসা দলছুট একটি হাতি পেছন থেকে তাকে আক্রমণ করে। এতে তার শরীরের বিভিন্ন অংশ থেঁতলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ ব্যাপারে বাঁশখালীর কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অনেক মর্মান্তিক। বিকালে তার লাশ জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানা যায়। বন বিভাগের বাঁশখালীর কালীপুর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, পাহাড়ে কাজ করতে গিয়ে হাতির আক্রমণে নুর মোহাম্মদ নিহত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএবার সিনিয়র নার্সের পরীক্ষা স্থগিত করল পিএসসি
পরবর্তী নিবন্ধকোকেন মামলায় আরো ২ জনের সাক্ষ্য