এবার বেসরকারি স্কুলে আবেদন ও লটারি কেন্দ্রীয়ভাবে!

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ নভেম্বর, ২০২১ at ৪:৪৩ পূর্বাহ্ণ

গত বছরের ধারাবাহিকতায় এবারও লটারির মাধ্যমে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ৩ নভেম্বর এ সংক্রান্ত মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থী ভর্তিতে স্কুলগুলোতে এবারও নেয়া হচ্ছে না ভর্তি পরীক্ষা। তবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগের মতোই অনলাইনে আবেদন করতে হবে। স্কুল ভর্তিতে অনলাইন আবেদন গ্রহণ ও লটারির সম্ভাব্য সময়সূচির একটি খসড়া তৈরি করেছে মাউশি (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর)। গতকাল অনুষ্ঠিত স্কুল ভর্তি সংক্রান্ত মাউশির এক সভায় এ খসড়া প্রস্তুত করা হয়। মাউশির মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুকের সভাপতিত্ব বৈঠকে মাউশির পরিচালক (মাধ্যমিক) মো. বেলাল হোসাইন, উপপরিচালক (মাধ্যমিক) মো. আজিজ উদ্দিনসহ মাউশির সংশ্লিষ্ট কর্মকর্তা ও রাজধানীর বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। মাউশির খসড়া সময়সূচি অনুযায়ী, সরকারি-বেসরকারি স্কুলগুলোতে ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হতে পারে আগামী ২৫ নভেম্বর। যা ৮ ডিসেম্বর পর্যন্ত চলতে পারে। আবেদন গ্রহণ শেষে সরকারি স্কুলে ভর্তির লটারি ১৫ ডিসেম্বর এবং বেসরকারি স্কুলে ভর্তির লটারি অনুষ্ঠিত হতে পারে ১৯ ডিসেম্বর। যদিও এই খসড়া সময়সূচি এখনো চূড়ান্ত নয় জানিয়ে মাউশির উপপরিচালক (মাধ্যমিক) মো. আজিজ উদ্দিন গতকাল সন্ধ্যায় আজাদীকে বলেন, এই সময়সূচি খসড়া মাত্র। অনেক ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের ৩ নভেম্বর অনুষ্ঠিত সভার রেজুলেশন (কার্য বিবরণী) এখনো মাউশিতে এসে পৌঁছায়নি। রেজুলেশন পেলে ভর্তি সংক্রান্ত সময়সূচি চূড়ান্ত করে নোটিশ আকারে জারি করা হবে। এদিকে সরকারি স্কুলের আদলে এবার বেসরকারি স্কুল ভর্তিতেও অনলাইনে আবেদন গ্রহণ ও লটারি কেন্দ্রীয় ভাবে হতে পারে। আর মাউশির অধীনেই এ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। ৩ নভেম্বর অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি সংক্রান্ত বৈঠকে এমন আভাস মিলেছে। এতোদিন বেসরকারি স্কুলগুলো নিজেদের মতো করে আলাদা ভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতো। তবে মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত কার্যকর হলে সব বেসরকারি স্কুলের আবেদন ও লটারি মাউশির তত্ত্বাবধানে কেন্দ্রীয় ভাবে হবে। অতীতের ন্যায় নিজেদের মতো করে ভর্তি প্রক্রিয়া সম্পন্নের বা শিক্ষার্থী ভর্তির সুযোগ থাকছে না। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, বেসরকারি স্কুলে ভর্তির জন্য অনলাইন আবেদনে ৫টি স্কুল পছন্দক্রম দিয়ে আবেদন করার সুযোগ থাকতে পারে। আবেদন ফি নেয়া হতে পারে ১১০ টাকা। তবে এ ধরণের সিদ্ধান্ত এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন মাউশির কর্মকর্তারা। এ বিষয়ে জানতে চাইলে মাউশির উপপরিচালক (মাধ্যমিক) মো. আজিজ উদ্দিন আজাদীকে বলেন, মন্ত্রণালয়ের সভার কার্য বিবরণী হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে আমরা নিশ্চিত করতে পারছি না। কার্যবিবরনী পেলে এ সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত বলা যাবে।
প্রসঙ্গত, সামপ্রতিক বছরগুলোতে লটারির মাধ্যমে কেবল প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হতো। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২১ শিক্ষাবর্ষের সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। ধারবাহিকতায় এবারও (২০২২ শিক্ষাবর্ষে) সব শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই সিদ্ধান্তের আলোকে সারা দেশে কেন্দ্রীয়ভাবে ভর্তির লটারি আয়োজন করা হবে। টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন, লটারি ও ফল প্রকাশ করবে মাউশি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ সফরে পাকিস্তান দলের জন্য শিথিল কোয়ারেন্টাইন ব্যবস্থা
পরবর্তী নিবন্ধসাড়ে ৭ লাখ টাকায় বিক্রি এক জোড়া কালো পোয়া মাছ