এবার বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটক

নাইক্ষ্যংছড়ি সীমান্ত

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | শনিবার , ১ এপ্রিল, ২০২৩ at ৪:৫৯ পূর্বাহ্ণ

পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের রেজু আমতলী এলাকার একটি দোকান থেকে সুধীর নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি জোয়ানরা। তিনি ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। এর আগে গত মঙ্গলবার সীমান্তের চাকঢালা পয়েন্ট থেকে এক নেপালি নাগরিককে আটক করেছিল ১১ বিজিবি।

এ বিষয়ে ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, আটক ভারতীয় নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হবে।

এদিকে গত মঙ্গলবার আটক নেপালি নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য বান্দরবানের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাকিবুল হাসান। তিনি বলেন, আদালত রিমান্ড মঞ্জুর করলে কোন উদ্দেশে তিনি মিয়ানমার সীমান্তে ঘুরাফেরা করছিল তা জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায়৭ প্রতিষ্ঠানকে জরিমানা
পরবর্তী নিবন্ধঅফিস সহকারীর হাতে সাত শতাধিক শিক্ষক জিম্মি!