এবার নিজেদের উন্নতি বিশ্বকে দেখাতে চান টাইগার অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২২ at ১১:৫১ পূর্বাহ্ণ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টুর্নামেন্টের বাছাইয়ের চ্যালেঞ্জ উতরে অনুমিতভাবেই আরও একটি বিশ্বকাপে জায়গা করে নিল দল। বিশ্বকাপে খেলা নিশ্চিত করার পর অধিনায়ক নিগার সুলতানার চাওয়া বাছাইয়ে চ্যাম্পিয়ন হওয়া। সামনের পথচলায় তিনি নিজেদের এগিয়ে চলার বার্তা ছড়িয়ে দিতে চান ক্রিকেট বিশ্বময়। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে আবুধাবিতে গত শুক্রবার থাইল্যান্ডকে ১১ রানে হারিয়ে ফাইনালে পা রাখে বাংলাদেশ। পাশাপাশি নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় আগামী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলাও। বাছাইয়ের গত তিন আসরে একবার রানার্স আপ ও দুইবার চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। এবারও তারাই ছিল ফেভারিট। প্রত্যাশিত সাফল্যের পর অধিনায়ক নিগারের কণ্ঠে ছিল স্বস্তি আর সামনে নিজেদের আরও মেলে ধরার প্রত্যয়। তিনি বলেন আমরা এখানে এসেছিলাম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে । আমরা তা পেরেছি। এত বছর ধরে আমরা একসঙ্গে খেলছি। এখন সময় হয়েছে গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়ার যে আমরা কতটা ভালো। আর দল হিসেবে কতটা উন্নতি করেছি।

পূর্ববর্তী নিবন্ধএবার সেই রঙ্গশালা স্টেডিয়ামে খেলবে জামাল ভুইয়ারা
পরবর্তী নিবন্ধচুকবল লীগে এম.এইচ. স্পোর্টিং এবং রেলওয়ে র‌্যাঞ্জার্স সেমি ফাইনালে