এবার আইফোন খোয়ালেন জিএম কাদের

| রবিবার , ৪ সেপ্টেম্বর, ২০২২ at ১০:২৩ পূর্বাহ্ণ

যানজটে গাড়িতে বসে থাকার সময় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের মোবাইল ফোন (আইফোন) ছিনতাই হয়েছে।
পুলিশ জানায়, রাজধানীর বিমানবন্দর সড়কে গত বুধবার রাত ১১টার দিকে নির্মানাধীন থার্ড টার্মিনালের কাছে এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিডিনিউজের।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন মোল্লা জানান, জিএম কাদের সেসময় সংসদ ভবনে থেকে উত্তরার বাসায় ফিরছিলেন। তিনি বলেন, বিমানবন্দর থার্ড টার্মিনালের কাছে তিনি (কাদের) জ্যামে পড়েন। এ সময় তার গাড়ির জানালা খোলা ছিল এবং হাতে তার আইফোনটি ছিল। এক ছিনতাইকারী ছোঁ মেরে তার হাত থেকে ফোনটি নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরদিন একটি মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হলেও মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ছিনতাইয়ের ঘটনায় জিএম কাদের বলেন, আমি পার্লামেন্ট থেকে বাসায় যাচ্ছিলাম। বিমানবন্দর থার্ড টার্মিনালের কাছে এ ঘটনা ঘটে। মোবাইল ফোনটি উদ্ধারে পুলিশ আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় রাতের আঁধারে টিলা কাটায় অর্ধলাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল