এক মাঠে পাশাপাশি অবস্থান কর্মসূচি

মহানগর ও উত্তর জেলা বিএনপি অতিরিক্ত শব্দে কেউ কারো বক্তব্য শুনতে পারছিল না দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে : বুলু

আজাদী প্রতিবেদন | রবিবার , ২ এপ্রিল, ২০২৩ at ৪:৩২ পূর্বাহ্ণ

এক মাঠে অনেকটা পাশাপাশি বসলেও পৃথক ব্যানারে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা বিএনপি। নাসিমন ভবন দলীয় কার্যালয়ের মাঠে গতকাল দুপুর ২টা ৪টা পর্যন্ত বিএনপির এ দুটো ইউনিট তাদের কর্মসূচি পালন করে। দুই অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির দুজন ভাইস চেয়ারম্যান প্রধান অতিথি ছিলেন। দুই পক্ষ মাইক ব্যবহার করেছে। এতে অতিরিক্ত শব্দে কারো বক্তব্য কেউ শুনতে পারছিল না। এ বিষয়ে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার আজাদীকে বলেন, প্রশাসন বাইরে করতে দিচ্ছিল না। রমজানে সড়কে লোক জমায়েত হলে সাধারণ মানুষের ভোগান্তি হবে। ওটা বিবেচনা করে আমরাও পার্টি অফিসের মাঠে কর্মসূচি পালন করি। কেন্দ্র থেকে পৃথকভাবে কর্মসূচি পালনের নির্দেশ থাকায় নগরের সাথে একসঙ্গে করা সম্ভব হয়নি।

নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদত হোসেন বলেন, আমরা বাইরে করতে চেয়ছিলাম। কিন্তু বৃষ্টির জন্য ভেতরে করেছি।

এদিকে দক্ষিণ জেলা বিএনপি শাহ আমানত ব্রিজ সংলগ্ন একটি কনভেনশন হল প্রাঙ্গণে কর্মসূচি পালন করে।

নগর বিএনপি : নগর বিএনপির অবস্থান কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, এই সরকারের দুর্নীতি, অপশাসনের বিরুদ্ধে বিএনপি রাজপথে আছে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে।

অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন। তিনি বলেন, সরকার ডিজিটাল নিরাপত্তা আইনকে মানুষের কণ্ঠরোধের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। দেশে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ডিজিটাল নিরাপত্তা আইন গলার কাঁটা। তাই অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনসহ কালা কানুন বাতিল করতে হবে।

নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, সরকার দলীয় লুটেরা সিন্ডিকেট চক্র দফায় দফায় মূল্যবৃদ্ধির কারণে জনগণ দিশেহারা।

নগর বিএনপির সদস্য কামরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদস্য সচিব আবুল হাশেম বক্কর, নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, অ্যাডভোকেট আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, জয়নাল আবেদীন জিয়া, হারুন জামান, মোশাররফ হোসেন দিপ্তী, মোহাম্মদ শাহেদ ও এইচ এম রাশেদ খান।

উত্তর জেলা বিএনপি : উত্তর জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন। সংগঠনের আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এস এম ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, আওয়ামী সরকারের আয়ু শেষ হয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণ রাজপথে নেমেছে। সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণ ঘরে ফিরে যাবে না।

বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, ছালাহউদ্দিন, নুরুল আমিন, নূর মোহাম্মদ, নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সরোয়ার আলমগীর ও কাজী সালাউদ্দিন।

দক্ষিণ জেলা বিএনপি : দক্ষিণ জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। সংগঠনের আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে ও অ্যাডভোকেট শওকত ওসমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক এনাম, মোশাররফ হোসেন, অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, নুরুল আনোয়ার চৌধুরী, মন্‌জুর উদ্দিন চৌধুরী, এস এম মামুন মিয়া, নাজমুল মোস্তফা আমিন ও জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর।

মাহবুবের রহমান শামীম বলেন, বর্তমানে মানুষের ভোট দেওয়ার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা কোনো কিছুই অবশিষ্ট নেই।

আবু সুফিয়ান বলেন, বর্তমান অবৈধ সরকার আবারও আগের মতো নির্বাচনের পাঁয়তারা করছে। কিন্তু সেটা এবার এ দেশের মানুষ হতে দেবে না।

পূর্ববর্তী নিবন্ধকমিটি বাতিল না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
পরবর্তী নিবন্ধআবীরের বাসায় পাওয়া রক্তের সাথে আয়াতের ডিএনএর মিল