এক আঙুলে এক বার্তা

নজরুল জাহান | শুক্রবার , ১৭ মার্চ, ২০২৩ at ৫:৪৩ পূর্বাহ্ণ

একটা আঙুলে একটা বার্তা ‘স্বাধীনতা’

এমন ভাবে বললেন মুজিব! পিনপতনের

নীরবতা! ভেঙে জাগে

সাতকোটির ভিতরকথা,

স্বাধীনতা! স্বাধীনতা স্বাধীনতা!

আর ঠেকানো গেলো না তাঁকে

শেখ মুজিবুর রহমানের ডাকে,

বাঙালিদের একেকটি পা

জোড়া জোড়া ঝাঁকে ঝাঁকে

মুক্তিযুদ্ধে শেখ মুজিবের ডাকে।

হলো যুদ্ধ! এমন যুদ্ধ!

হানাদারদের কোথাও কি রক্ষা থাকে ?

পড়লো ধরা পরাজয়ের মহানাপাকে।

আর বাঙালিরা! সে কি উচ্ছল প্রজ্জ্বল

জয়বাংলা! জয়বাংলা! বলে বলে

বিজয়োৎসবে দোলে দলে দলে

মুজিব যেনো ছিলো না আর পাকিস্তানের জেলে

মুজিব চলে তর্জনী তুলে মিছিলের আগে

স্বাধীনতা স্বাধীনতা মুক্তির কথা বলে।

পূর্ববর্তী নিবন্ধজাতির জনকের জন্মবার্ষিকী
পরবর্তী নিবন্ধবাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অনুপম নেতৃত্ব