একুশ

অদিতি আরেফীন (৩২,০০৪) | বুধবার , ১ মার্চ, ২০২৩ at ১০:২৫ পূর্বাহ্ণ

রক্তঝরা একুশ তারিখ দামাল ছেলের দান,

সেই তারিখে যায় যে শোনা বাংলা ভাষার গান।

ফুলে ফুলে প্রজাপতি গুনগুনিয়ে গায়,

আঙিনাতে সুরের বীণা বাজায় আমার মায়।

ফেব্রুয়ারির একুশ তারিখ সত্যি সুমহান,

আমরা নবীন শপথ নিলাম রাখবো তাহার মান।

পূর্ববর্তী নিবন্ধদাদু
পরবর্তী নিবন্ধআমাদের দেশ