একদিন আগেই দেশে ফিরলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৩ আগস্ট, ২০২২ at ৮:৫৫ পূর্বাহ্ণ

বেটউইনারের সাথে চুক্তির পর বাংলাদেশের ক্রিকেট অঙ্গন কদিন বেশ গরম ছিল সাকিব ইস্যুতে। বিসিবি হার্ড লাইনে চলে যাওয়ায় শেষ পর্যন্ত সাকিব সে চুক্তি বাতিল করেছে। যুক্তরাষ্ট্রে থাকা সাকিব চিঠির মাধ্যমে তা জানিয়ে দিয়েছে ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে। বাংলাদেশের টিটোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে সাকিবকে একরকম ঠিক করে রেখেছিল ক্রিকেট বোর্ড। কিন্তু বেটউইনারের চুক্তি হঠাৎ সবকিছু গোলমেলে করে দিয়েছিল। তবে আপাতত সে সব সমস্যার সমাধান হয়ে গেছে। এরই মধ্যে আজ ভোরে দেশে ফিরেছেন সাকিব। প্রথমে শোনা যাচ্ছিল ১৪ আগস্ট দেশে ফিরবেন সাকিব। তবে গতকাল নিশ্চিত হওয়া গেছে একদিন এগিয়ে দেশে ফিরছেন সাকিব। সে হিসেবে আজ ভোর তিনটায় ঢাকায় পা রেখেছেন সাকিব।

কেন সাকিব একদিন আগে দেশে ফিরলেন। তা নিয়ে নানা কথা বলা হলেও জানা গেছে সাকিবকে সাথে নিয়েই আজ শনিবার এশিয়া কাপের স্কোয়াড সাজানো হবে। আর সে জণ্যই তার একদিন আগে দেশে ফেরা। যদিও বিসিবির পক্ষ তেকে অফিসিয়ালী তেমন কিছু জানানো হয়নি। দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন গতকালও তারা নিজেদের মধ্যে কথা বলেছেন দল নিয়ে। গতকাল সন্ধ্যায় দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গোর সঙ্গেও জুম কনফারেন্স করা হয়েছে। সব মিলিয়ে বলা যায় এশিয়া কাপের দল একরকম চুড়ান্ত। এখন হয়তো সভাপতির অনুমোদন নিয়ে ঘোষনা করা হবে। গতরাতে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের বাসায়ও দল নিয়ে একটা উচ্চ পর্যায়ের অনানুষ্ঠানিক সভা হওয়ার কথা ছিল। আজ শনিবার শেরে বাংলা স্টেডিয়ামে নির্বাচক ও ক্রিকেট অপারেশন্স কমিটি যৌথ সভা বসবে। সেখানে এশিয়া কাপের সম্ভাব্য অধিনায়ক সাকিব আল হাসানের থাকার সম্ভাবনাও আছে। আর সেকারনেই হয়তো তার একদিন আগে ঢাকা আসা।

পূর্ববর্তী নিবন্ধআগামী দিনের ক্রিকেটার বাছাই কার্যক্রম শুরু চট্টগ্রামে
পরবর্তী নিবন্ধপাকিস্তান নৌবাহিনীর চেষ্টায় রক্ষা পেল ভারতীয় ৯ ক্রুর প্রাণ