একটি ঘর, একটি স্বপ্ন

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২১ নভেম্বর, ২০২০ at ৮:০৭ পূর্বাহ্ণ

হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণ দাশের বিধবা স্ত্রী দীপু রানি দাশ (৪৮)। তার রয়েছে মানসিক প্রতিবন্ধী এক সন্তান। সেই সন্তান নিয়ে মানুষের বাসা বাড়িতে কাজ করে কোনমতে দুমুঠো অন্নের সংস্থান করেন তিনি। ভাইদের জায়গায় পলিথিন দিয়ে ঘেরা দেয়া জরাজীর্ণ একটা ঘরে বসবাস করতেন। সেই ঘরটিও একসময় বসবাসের অযোগ্য হয়ে পড়লে আশ্রয় নেন ভাই লিটন দাশের বাড়িতে। দীপু রানী তার অভাব অনটন ও নিদারুণ কষ্টের আকুতি নিয়ে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ রুহুল আমিনের কাছে।
ইউএনও সরেজমিনে গিয়ে তার দুরবস্থা দেখতে পেয়ে ব্যক্তিগত উদ্যোগে একটা ঘর করে দেয়ার উদ্যোগ নেন। সে ঘর এখন প্রায় তৈরি। কাল রোববার সে ঘরে উঠবেন দীপু রানি দাশ। উপজেলা নির্বাহী অফিসার ভালবাসার এই উপহারের নাম দিয়েছেন ‘শান্ত নীড়’।

পূর্ববর্তী নিবন্ধ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় মহানবীর (দ.) আদর্শ অনুসরণের বিকল্প নেই’
পরবর্তী নিবন্ধরাউজান উপজেলা যুবলীগ সভাপতির মতবিনিময়