একটা বাবা

শাকিব হুসাইন | বুধবার , ২২ জুন, ২০২২ at ১১:০৪ পূর্বাহ্ণ

একটা বাবা রাতে আসে ঘাম ভেজানো দেহ
ঘামে ভেজা জামাটা যে
দেখে না তো কেহ।

একটা বাবার ছেঁড়া জুতো শার্টে আছে ফুটো
রঙ উঠানো ফ্যাকাসে তার
লুঙ্গি আছে দুটো।

একটা বাবার না খেয়ে তো সকাল-দুপুর কাটে
একটা বাবা লাঙল কাঁধে
যায় ফজরে মাঠে।

একটা বাবার চিন্তাতে এক হয় না চোখের পাতা
একটা বাবা পরিবারের নিভর্রতার ছাতা ।

পূর্ববর্তী নিবন্ধবদজ্বীন
পরবর্তী নিবন্ধআঁকো খুকু আঁকো