মার্চ এলেই সেই মুজিব কণ্ঠ উঠে কেঁপে স্বাধীনতা চাই,
ঘরে ঘরে দুর্গ গড়ে তোল, যার যা আছে তা নিয়ে করো লড়াই।
একটি অনন্য কবিতা আঠারো মিনিটে সাহসী উচ্চারণ,
আজ নয়, কাল নয়, শুরুটা হয়েছে সেই ভাষা আন্দোলন।
খানাখন্দ পেরিয়ে বাষট্টি ছেষট্টি উনসত্তর একাত্তর,
সব বেদনা আনন্দ হয়ে বাংলাদেশ হলো ষোল ডিসেম্বর।
একটি কবিতা একজন কবি সামনে লাখো জনতা,
অনর্গল বলছেন স্বাধীনতার কথা মুজিব সেই বক্তা।