এই দিনে

| বুধবার , ১৫ মার্চ, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

বিশ্ব প্রতিবন্ধী দিবস ও ইতালির জাতীয় দিবস

খ্রি.পূ. ৪৪ রোমের রাষ্ট্রনায়ক ও সমরনায়ক জুলিয়াস সিজার নিহত হন।

১৪৯৩ আমেরিকায় প্রথম সফর শেষে কলম্বাস স্পেনে প্রত্যাবর্তন করেন।

১৫২৬ যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মুজাফফর শাহের মৃত্যু।

১৬৭৩ ইতালীয় চিত্রশিল্পী সাল্‌ভাতোর বোসার মৃত্যু।

১৭৯০ ইতালীর সংগীতস্রষ্টা নিকোলা ভাক্কাইএর জন্ম।

১৮৩০ সাহিত্যে নোবেলজয়ী (১৯১০) জার্মান কথাশিল্পী পাউল হেইজের জন্ম।

১৮৪২ ইতালিয় সংগীতস্রষ্টা লুইজি কেরুবিনির মৃত্যু।

১৮৪৮ মার্কিন চিত্রশিল্পী টোবি রোজেনথালএর জন্ম।

১৮৫২ অ্যাবি থিয়েটারের প্রতিষ্ঠাতা ও নাট্যকার লেডি ইসাবেলা গ্রেগরির জন্ম।

১৮৫৪ নোবেলজয়ী (১৯০১) জার্মান জীবাণুতত্ত্ববিদ এমিল ফন বেরিংএর জন্ম।

১৮৫৬ কবি ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম।

১৮৬২ ফরাসি চিত্রশিল্পী আঁরি শেফার মৃত্যু।

১৮৭৬ সিডনিতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে ১১ জন করে খেলোয়াড় নিয়ে প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ খেলা হয়।

১৮৯৪ গণিতজ্ঞ, শিক্ষাব্রতী ও রাজনীতিবিদ দেবপ্রসাদ ঘোষএর জন্ম।

১৮৯৫ সাহিত্যিক আকবরউদ্দীনের জন্ম।

১৮৯৭ ইংরেজ গণিতজ্ঞ জেমস যোসেফ সিলভেস্টারএর মৃত্যু।

১৮৯৮ লোহা ও ইস্পাত শিল্পের চুল্লি উদ্ভাবক স্যার হেনরি বেসিমারএর মৃত্যু।

১৯০৪ খ্যাতনামা কবি ও সাহিত্যিক অন্নদাশঙ্কর রায়ের জন্ম।

১৯১৭ পেত্রোগ্রাদে রুশ বাহিনী বিদ্রোহ করলে জার ক্ষমতা ত্যাগে বাধ্য হন।

১৯৩৯ সাহিত্যিক সম্পাদক জলধর সেনএর মৃত্যু।

১৯৩৯ ফ্যাসিস্ট জার্মান কর্তৃক চেকে োভাকিয়া দখল।

১৯৫২ ইংরেজ রসায়নবিদ নেভিল ভিনসেন্ট সিডউইকএর মৃত্যু।

১৯৬২ নোবেলজয়ী (১৯২৭) মার্কিন পদার্থবিদ আর্থার হলি কম্পটনএর মৃত্যু।

১৯৮৩ ইংরেজ লেখক রেকা ওয়েস্টএর মৃত্যু।

১৯৮৫ সোভিয়েত রাষ্ট্রপতি চেরনেনকোর মৃত্যু হলে মিখাইল গরবাচেভ সোভিয়েত কমিউনিস্ট পার্টির প্রধান হন।

১৯৮৯ বুড়িগঙ্গার ওপর বাংলাদেশচীন মৈত্রী সেতুর উদ্বোধন হয়।

পূর্ববর্তী নিবন্ধব্যবসায় প্রতিবন্ধকতা দূরীকরণে পরিকল্পনা প্রণয়ন করতে হবে
পরবর্তী নিবন্ধজলধর সেন : সাংবাদিক ও শিশুসাহিত্যিক