এই দিনে

| বৃহস্পতিবার , ৩০ জুন, ২০২২ at ৫:৩৮ পূর্বাহ্ণ

জায়ারের জাতীয় দিবস

১৬৪৯ ফরাসি চিত্রশিল্পী সিমোঁ ভাউয়েত-এর মৃত্যু।
১৬৫২ ফরাসি চিত্রশিল্পী জর্জ দ্য লাতুর-এর মৃত্যু।
১৬৬০ গণিতজ্ঞ ও াইড রুলের উদ্ভাবক উইলিয়াম অট্রেড-এর মৃত্যু।
১৭১৭ নবাব মুরশিদ কুলি খানের মৃত্যু।
১৮১৭ জার্মান ভূতাত্ত্বিক আব্রাম ভেরনের-এর মৃত্যু।
১৭৮৯ ফরাসি চিত্রশিল্পী অরাশ জের্নের জন্ম।
১৮১৭ উদ্ভিদবিজ্ঞানী জোসেফ হুকার-এর জন্ম।
১৮৩৯ তুর্কি সুলতান দ্বিতীয় মাহমুদ খাঁ-র মৃত্যু।
১৮৫৫ ব্রিটিশ বিরোধী সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়।
১৮৬১ ইংরেজ কবি এলিজাবেথ ব্রাউনিং-এর মৃত্যু।
১৮৮১ তুলনামূলক ব্যাকরণ ও বৈদিক ভাষা-সাহিত্য পণ্ডিত তেওডর ঝেফি-র মৃত্যু।
১৮৯৩ ব্রিটিশ রাষ্ট্র বিজ্ঞানী হ্যারল্ড জোসেফ ল্যাস্কি-র জন্ম।
১৮৯৪ লন্ডনের টাওয়ার ব্রিজ আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করা হয়।
১৯১১ নোবেলজয়ী (১৯৮০) পোলিশ-মার্কিন সাহিত্যিক চেশ্লাভ মিলোশ-এর জন্ম।
১৯১৭ ব্রিটিশ পার্লামেন্টের প্রথম এশীয় সদস্য দাদাভাই নওরোজি-র মৃত্যু।
১৯১৯ নোবেলজয়ী (১৯০৪) ব্রিটিশ পদার্থবিদ স্যার জন স্ট্রট র‌্যালে-র মৃত্যু।
১৯৩৪ জার্মানিতে ফ্রাসিবাদী হিটলারের বিরোধিতা করায় প্রায় এক হাজার লোককে নারকীয়ভাবে হত্যা করা হয়।
১৯৫৩ রুশ চলচ্চিত্র পরিচালক পুদোভ্‌কিন-এর মৃত্যু।
১৯৫৭ রূপকথার লেখক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের মৃত্যু।
১৯৫৯ খ্যাতনামা নাট্যকার ও অভিনেতা শিশিরকুমার ভাদুড়ীর মৃত্যু।
১৯৬০ বেলজিয়ান উপনিবেশ জায়ারে স্বাধীন হয়।
১৯৬১ মার্কিন বেতার ও টিভি উদ্ভাবক লি ড ফরেস্ট-এর মৃত্যু।
১৯৯৭ বর্ণাঢ্য আনুষ্ঠানের মাধ্যমে চীনের কাছে হংকং হস্তান্তরিত হয়।

পূর্ববর্তী নিবন্ধসরকারের আরোপিত বিধিনিষেধ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে
পরবর্তী নিবন্ধসাঁওতাল বিদ্রোহ : শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত গণসংগ্রাম