এইচপি দলকে হারাল ‘এ’ দল

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১ অক্টোবর, ২০২১ at ৫:৫৮ পূর্বাহ্ণ

চার ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মোমিনুল হকের সেঞ্চুরিতে হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে ৩১ রানের জয় তুলে নেয় বাংলাদেশ ‘এ’ দল। এ জয়ে ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে রয়েছে মুশফিকরা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে এইচপি দলকে ৩২৩ রানের বিশাল লক্ষ্য দেয় ‘এ’ দল। জবাবে মাত্র ২৯২ রানেই গুটিয়ে যায় এইচপি দল। ‘এ’ দলের হয়ে ২২১ বলে সর্বোচ্চ ১২৮ রানের ইনিংস খেলেন দলটির অধিনায়ক মোমিনুল হক। তাছাড়া নাজমুল হাসান শান্ত উল্লেখযোগ্য ৬৭ রান ও মুশফিকুর রহিম ৬১ রান করেন। বল হাতে এইচপি দলের পক্ষে ৪টি উইকেট শিকার করেন রেজাউর রহমান রাজা। বিশাল রান তাড়ায় খেলতে নেমে দুর্দান্ত শুরু করে এইচপি দলের দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। কিন্তু ৭১ রান করে তামিমের বিদায়ের পর ৭৪ রান করে ফিরেন তামিমও। এরপর ব্যাটিং বিপর্যয়ে পড়া দলের নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। মাঝপথে ৪৭ রানের ইনিংস খেললেও দলকে আর জেতাতে পারলেন না তৌহিদ হৃদয়। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৯২ রানে গুটিয়ে যায় এইচপি দলের ইনিংস।

পূর্ববর্তী নিবন্ধফের ম্যালিশাস অ্যাপ মুছলো গুগল আক্রান্ত কোটি ডিভাইস
পরবর্তী নিবন্ধসাফে আজ শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ