এইচপিএফের প্রতিষ্ঠা বার্ষিকী ও শিক্ষা বৃত্তি প্রদান

| রবিবার , ১৪ আগস্ট, ২০২২ at ৬:১৫ পূর্বাহ্ণ

স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিজম প্রাইওরোটি ফাউন্ডেশন (এইচপিএফ)র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১২ আগষ্ট মোমিন রোডস্থ বিজয়’৭১ হলে আলোচনা সভা ও প্রয়াত জয়দ্বীপ দাশ স্মরণে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

এতে অতিথি ছিলেন মো. ছিদ্দিকুল ইসলাম, ডা. আর কে রুবেল, ডা. এস কে সুজন, সজল দাশ, দিলীপ সেনগুপ্ত, ভানুরঞ্জন চক্রবর্ত্তী, সুজিত কুমার দাশ, সঞ্চয় কুমার দাশ, সুরেশ দাশ।

সংগঠনের সভাপতি সুমন চৌধুরীর সভাপতিত্বে ও মৈত্রী বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়নে মানুষের সেবায় কাজ করতে হবে সকলকে। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে প্রদর্শিত হলো ‘চিরঞ্জীব মুজিব’
পরবর্তী নিবন্ধআলোর ঠিকানার শতাধিক শিশু পেল খাদ্যসামগ্রী