প্রিমিয়ার ভার্সিটিতে প্রদর্শিত হলো ‘চিরঞ্জীব মুজিব’

| রবিবার , ১৪ আগস্ট, ২০২২ at ৬:১৫ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী শোকাহত বাংলাদেশ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনীর চতুর্থ দিনে গতকাল শনিবার প্রদর্শিত হলো ‘চিরঞ্জীব মুজিব’। দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে কদমমোবারক এম. ওয়াই উচ্চ বিদ্যালয় এবং হামজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলচ্চিত্রটি উপভোগ করেছে।

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.মোহীত উল আলম, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.তৌফিক সাঈদ এবং রেজিস্ট্রার খুরশিদুর রহমান, চলচ্চিত্রের প্রযোজক লিটন হায়দার, মুজিব চরিত্রের অভিনেতা আহমেদ রুবেল, চিত্রনাট্যকার জুয়েল মাহমুদ ও সমন্বয়ক সুজন মিয়া।

তাঁরা চলচ্চিত্রটির নির্মাণের ইতিহাস বর্ণনা করে বলেন, ১৯৪৯ সাল থেকে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন এই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে। চলচ্চিত্র প্রদর্শিত হওয়ার পরে দর্শকরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশোভনদন্ডী কলেজে মা সমাবেশ
পরবর্তী নিবন্ধএইচপিএফের প্রতিষ্ঠা বার্ষিকী ও শিক্ষা বৃত্তি প্রদান