ঋষির মন্ত্রিসভা থেকে গ্যাভিন উইলিয়ামসনের পদত্যাগ

| বৃহস্পতিবার , ১০ নভেম্বর, ২০২২ at ১০:৩৫ পূর্বাহ্ণ

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন মন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন। দলের এমপিদের গালাগালি ও হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগ করলেন। অভিযোগ উঠেছে, নিজের দল টোরি পার্টির এক এমপিকে আপত্তিকর বার্তা পাঠান তিনি। এছাড়া প্রতিরক্ষা সচিব হিসাবে একজন সিনিয়র সিভিল সার্ভেন্টকে গালমন্দ করেন। খবর বাংলানিউজের।

পদত্যাগপত্রে তিনি বলেছেন, সতিকার অর্থে ভারাক্রান্ত মন নিয়ে তিনি সরকারের মন্ত্রীর পদ থেকে সরে যাচ্ছেন। তবে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে পেছন থেকে সব ধরনের সহায়তা করে যাওয়ার আশ্বাস দিয়েছেন।

পরে তিনি টুইটারে লেখেন, তিনি সরকারের কাছ থেকে চাকরিচ্যুতি বাবদ পাওনা অর্থ নেবেন না। এগুলো বিভিন্ন সরকারি সেবা কাজে ব্যবহার করা হবে।

পূর্ববর্তী নিবন্ধফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে সেনেটে ঝুলন্ত অবস্থা হাউসে এগিয়ে রিপাবলিকানরা