‘উৎস নয়, চীন শুধু চিনিয়েছে ভাইরাস’

| রবিবার , ১১ অক্টোবর, ২০২০ at ৫:০৯ পূর্বাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোড়া থেকেই বলছেন, ‘চীনা ভাইরাস’। বিশ্ব জুড়ে তিন কোটি করোনা-সংক্রমণ ও লক্ষাধিক মৃত্যুর পিছনে চীনকেই কাঠগড়ায় তুলেছেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (হু) দেওয়া একটি বিবৃতিতে চীন পাল্টা দাবি করল, এটি নতুন ধরনের ভাইরাস। চীন এর উৎস নয়। গত বছর পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়েছিল ভাইরাসটি।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেন, ‘চীনই প্রথম সংক্রমণের খবর জানিয়েছে। ভাইরাসটিকে চিহ্নিত করেছে। ভাইরাসের জিনোম সিকোয়েন্স গোটা পৃথিবীকে জানিয়েছে।’ অর্থাৎ কি না, তারা উৎস নয়, দোষও তাদের নয়, বরং তাদের কাঁধে কৃতিত্বই বর্তায়! চীন এ দাবিটিও তুলেছে যে, ‘উহানের ল্যাব কেন, সেখানকার মাংসের বাজার থেকেও ভাইরাস ছড়ায়নি।’ যদিও তারা এক সময়ে বলেছিল, মাংসের বাজারই ভাইরাসটির উৎস হতে পারে। সে জন্য দীর্ঘদিন বন্যপ্রাণীর মাংস বিক্রিতেও নিষেধাজ্ঞা জারি হয়েছিল চীনে।

পূর্ববর্তী নিবন্ধহোয়াইট হাউসের সেই অনুষ্ঠানকে দায়ী করলেন ফাউচি
পরবর্তী নিবন্ধরানির খেতাব পেলেন দবিরুল