উপহার পেয়ে খুশী রাঙ্গুনিয়ার এতিম ৮০ শিশু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ৮ এপ্রিল, ২০২৪ at ১০:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের হযরত পাঠান আউলিয়া (রহঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানায় থাকেন ৮০ জন এতিম শিক্ষার্থী। এসব শিশুদের কারও বাবা নেই কিংবা কারও মা। কিংবা অসহায় পরিবারের সন্তান হওয়ায় ঠিকানা হয়েছে এই এতিমখানায়। অন্যান্য শিশুদের মতো শখ থাকলেও একসময় ঈদে নতুন পোশাক জুটত না তাদের। তবে শনিবার ওই এতিমখানার ৮০ শিশুর মুখে প্রাপ্তির হাসি ফুটিয়েছেন সুখবিলাস ফিসারিজ এন্ড প্ল্যান্টেশনের চেয়ারম্যান ও মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি এরশাদ মাহমুদ। এরশাদ মাহমুদ পররাষ্ট্র মন্ত্রীর ড. হাছান মাহমুদের ছোট ভাই।

তিনি নিজ খরচে ওই ৮০ শিশুকে নতুন পাঞ্জাবিপায়জামা এবং নগদ টাকা উপহার দিয়েছেন। এসময় মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীরা খতমে কুরআন, মিলাদ ও দোয়ার মাধ্যমে এরশাদ মাহমুদের পিতামাতার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করেন। এতিমখানার পরিচালক মাওলানা মুহাম্মদ হাকিম উদ্দিন জানান, ওই এতিমখানায় ৮০ দুস্থ শিশু আছে। সমাজের বিত্তবান মানুষের সাহায্য নিয়ে এখানে শিশুদের পাঠদান করা হচ্ছে। অন্যান্য শিশুদের মতো নতুন পাঞ্জাবিপায়জামার শখ ছিল এদের। শনিবার মাদ্রাসার সভাপতি এরশাদ মাহমুদ তাদের ঈদের পোশাক কিনে দেন। তিনি প্রতি বছর এই শিশুদের নতুন জামা উপহার দেন। এছাড়া মাদ্রাসার উন্নয়নে সারা বছরই নানা সহায়তা করে থাকেন। এরশাদ মাহমুদ বলেন, কিছু কাজ আছে যা নিজের বিবেকের তাড়নায় করতে হয়। সে কাজগুলো জীবনে যে প্রশান্তি এনে দেয়, তা আরও নতুন করে ভালো কিছু কাজের উৎসাহ জোগায়। এই ভাললাগা থেকেই মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধসামাজিক সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে উন্নয়নের শিখরে নিতে কাজ করছে সরকার
পরবর্তী নিবন্ধদুই হাজার পরিবারের মাঝে মেয়রের ঈদ উপহার বিতরণ