উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে হবে

চন্দনাইশে এমপি নজরুল

চন্দনাইশ প্রতিনিধি  | শনিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৩০ পূর্বাহ্ণ

চন্দনাইশের দোহাজারী পৌরসভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে পূর্ব দোহাজারী আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত একাডেমিক ভবন ও ৪৫ লাখ টাকা ব্যয়ে দোহাজারী জামাল মেম্বার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ এখন আর শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে নেই। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। দেশের প্রত্যেকটি রাস্তাঘাটে উন্নয়নের ছোঁয়া লেগেছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে হবে। অন্যথায় দেশ ধ্বংস হয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম, উপজেলা ইঞ্জিনিয়ার মুহাম্মাদ জুনাইদ আবছার চৌধুরী, . লীগ নেতা আবদুল শুক্কুর, আবদুল্লাহ আল নোমান বেগ, নবাব আলী, জামাল উদ্দীন মেম্বার, শাহ আলম মেম্বার, মাও. খোরশেদুল আলম, এরশাদুর রহমান সুমন, যুবলীগ নেতা মনসুর আলী ফয়সাল, সাইফুল ইসলাম শিপন, সাইফুল ইসলাম সুমন, জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা সাকিব প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ৪১ প্রতিবন্ধী শিক্ষার্থী পেল জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের বৃত্তি
পরবর্তী নিবন্ধসরকার পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে