সম্ভাবনার নীলাভ আকাশ ছেয়ে গেছে আশঙ্কার গুটিবসন্তে!
এমন বিভৎস-বিস্তার চেয়ে দেখতে পারবো না, মা!
তোমার বুকের জমিন আজ মূঢ়ের স্বর্গরাজ্য;
কালের মাঝপথে জ্ঞানের বদলে অজ্ঞানের একেমন নিষ্ঠুর সম্মৃদ্ধি?
পাখির গানও তলিয়ে যায় ভোরে, কর্কশ ধ্বনির আঘাতে আঘাতে…
বাউল-হাতে হ্যান্ডকাফ, বাউলের পুড়ে ঘর,
পুড়ে সুরযন্ত্র, সঞ্চিত স্বরলিপি।
আলো-জল-বাতাসও ফিকে হয়ে যায় অবরোধ-অবদমন কালে।
গান্ধারী নই চোখ বেঁধে নেবো কালো পট্টিই ধৃতরাষ্ট্রের রাজত্বে;
দৃশ্যের অন্তরালে মেনে নেবো বিরান জন্মভূমি।