উদীচী সবসময় সত্য ও ন্যায়ের পথে আছে

জেলা সংসদের অনুষ্ঠানে বক্তারা

| মঙ্গলবার , ১ নভেম্বর, ২০২২ at ৭:২০ পূর্বাহ্ণ

‘শোষণের বেড়াজালে মানুষের প্রাণ, মুক্তির মিছিলে লড়াইয়ের গান’ এই স্লোগানকে ধারণ করে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের উদ্যোগে ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী গত ২৯ অক্টোবর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি জসীম চৌধুরী সবুজ। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম বিকাশ দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রীতম শুভ, খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সম্পাদকমণ্ডলীর সদস্য মোরশেদুল আলম চৌধুরী ও উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য সুনীল ধর। বক্তারা বলেন, উদীচী সবসময় সত্য সুন্দর ও ন্যায়ের পথে আছে এবং থাকবে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অপর্ণা চৌধুরী, অর্ণা, অর্পিতা, বৃষ্টি দত্ত, অনন্যা ও সীমা দাশ। আবৃত্তি করেন জয়শ্রী, শিলু, জয়তী, অরিত্র ও শর্মিষ্ঠা। নৃত্য পরিবেশন করেন মিথিলা দাশ। গণসঙ্গীত পরিবেশন করেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের শিল্পীকর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণ সমিতির বৃক্ষরোপণ
পরবর্তী নিবন্ধদেশবিরোধী অপশক্তির প্রতিরোধে রাজপথের অতন্দ্র প্রহরী যুবলীগ