উত্তর জেলা যুবদলের পাঁচ ইউনিটে আহ্বায়ক কমিটি অনুমোদন

অনুমোদনের কিছুক্ষণের মধ্যে স্থগিত সন্দ্বীপ উপজেলা শাখা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৭ জানুয়ারি, ২০২২ at ১১:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের আওতাধীন পাঁচটি ইউনিটে আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্র। আজ বৃহষ্পতিবার (২৭ জানুয়ারি) এ অনুমোদন দেয়া হয়।

অনুমোদিত ইউনিটগুলো হচ্ছে মিরসরাই উপজেলা, মিরসরাই পৌরসভা, জোরারগঞ্জ থানা এবং সন্দ্বীপ পৌরসভা। এছাড়া সন্দ্বীপ উপজেলা শাখা অনুমোদন দেয়ার কিছুক্ষণের মধ্যে স্থগিত করা হয়।

বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী।

তিনি বলেন, “অনুমোদিত ইউনিটের নেতৃবৃন্দ আগামী ৩০ দিনের মধ্যে কর্মীসভার মাধ্যমে তাদের আওতাভুক্ত সকল ইউনিট গঠন করবেন।”

অনুমোদিত ইউনিটগুলোর মধ্যে মিরসরাই উপজেলায় কামাল উদ্দিনকে আহ্বায়ক, নিজাম উদ্দিন চৌধুরী লিটনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মনােয়ার হােসেন শাওনকে সদস্য সচিব করা হয়।

মিরসরাই পৌরসভায় কামরুল হাসানকে আহ্বায়ক ও মাে. বােরহান উদ্দিন সবুজকে সদস্য সচিব করা হয়।

জোরারগঞ্জ থানায় সিরাজুল ইসলামকে আহ্বায়ক ও লায়ন দেলােয়ার হােসেনকে সদস্য সচিব করা হয়।

বারইয়ারহাট পৌর সভায় নুরুল আফসার মিয়াজীকে আহ্বায়ক, জিয়াউদ্দিন বাবলু মিয়াজীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব করা হয় ফয়েজ উদ্দিনকে।

সন্দ্বীপ পৌরসভায় মােঃ নাসির উদ্দিনকে আহ্বায়ক, নুরুল আফসারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব করা হয় মনিরুল ইসলাম মাহীকে।

জানা গেছে, আজ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক টীমের এক সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবদল সভাপতি সাইফুল আলম নীরব।

সভায় সন্দ্বীপ উপজেলা সহ প্রস্তাবিত ছয়টি কমিটি অনুমোদন দেয়া হয়। তবে কিছুক্ষণ পর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আজিজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সন্দ্বীপ উপজেলা ইউনিট স্থগিত করা হয় বলে জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে পরিযায়ী শকুন অবমুক্ত করল বন বিভাগ
পরবর্তী নিবন্ধসাতদিন পিছিয়ে চসিক বইমেলা শুরু হবে ১৭ ফেব্রুয়ারি