খাগড়াছড়িতে পরিযায়ী শকুন অবমুক্ত করল বন বিভাগ

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ জানুয়ারি, ২০২২ at ১১:০৯ অপরাহ্ণ

খাগড়াছড়িতে পরিযায়ী হিমালয়ান গ্রীফন ভালচার প্রজাতির একটি শকুন অবমুক্ত করেছে বন বিভাগ।

আজ বৃহস্পতিবার(২৭ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি সদর বন বিভাগ রেঞ্জের আলুটিলা সংরক্ষিত বনাঞ্চলে শকুনটি অবমুক্ত করা হয়। খাগড়াছড়ি সদরের রেঞ্জ কর্মকর্তা রাম চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

বন বিভাগের তথ্য মতে, ২০২১ সালের ৩০ ডিসেম্বর খাগড়াছড়ি সদরের ধর্মপুর ও চার মাইল এলাকা থেকে আহত অবস্থায় দুইটি শকুন উদ্ধার করা হয়। বন বিভাগের তত্ত্বাবধানে চট্টগ্রামের বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্রের চিকিৎসকদের পরামর্শে শকুন দু’টির চিকিৎসা চলে।

চিকিৎসাধীন অবস্থায় গত ৯ জানুয়ারি একটি শকুনের মৃত্যু হয়। আরেকটি সম্পূর্ণ সুস্থ অবস্থায় অবমুক্ত করা হয়েছে আজ বৃহস্পতিবার।

হিমালয়ান গ্রীফন ভালচারটি অবমুক্ত করার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

প্রসঙ্গত, হিমালয় প্রদেশের আশপাশের বনাঞ্চলে এ প্রজাতির শকুনের দেখা মিলে বলে জানিয়েছে বন বিভাগ। পরিযায়ী শ্রেণীর এ পাখিটি শীতকাল শেষে আবার ফিরে যায়।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ৭ কোটি ৭৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার
পরবর্তী নিবন্ধউত্তর জেলা যুবদলের পাঁচ ইউনিটে আহ্বায়ক কমিটি অনুমোদন