উত্তর আগ্রাবাদ শাখার ত্রিবার্ষিক সম্মেলন

মহানগর কৃষকলীগ

| শনিবার , ১০ এপ্রিল, ২০২১ at ৭:৫৫ পূর্বাহ্ণ

মহানগর কৃষকলীগ উত্তর আগ্রাবাদ শাখার ত্রিবার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার বিকালে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হাফিজ। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে কৃষকলীগের সকল নেতাকর্মীকে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে। বাংলাদেশের উন্নয়নকে রুদ্ধ করতে বিএনপি, জামায়াত গোষ্ঠী নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ধর্র্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জনগণকে বিভ্রান্ত করার চক্রান্ত করছে ষড়যন্ত্রকারীরা। তাদের ষড়যন্ত্র মোকাবেলায় কৃষকলীগের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক অবস্থানে থাকতে হবে। সম্মেলনে আরো বক্তব্য দেন ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ জাকারিয়া, ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক, মহানগর কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসনাত চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আর কে রুবেল, দপ্তর সম্পাদক নূর উদ্দিন, গুলজার আহমেদ, মো. নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ। পরে শফিউল আলমকে উত্তর আগ্রাবাদ ওয়ার্ড শাখার সভাপতি এবং সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসদারঙ্গের জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন শুরু
পরবর্তী নিবন্ধবাঁশখালীর সাগর উপকূলে বারুণী স্নান