বাঁশখালীর সাগর উপকূলে বারুণী স্নান

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১০ এপ্রিল, ২০২১ at ৭:৫৬ পূর্বাহ্ণ

প্রতি বছরের ন্যায় এবারও হিন্দু ধর্মাবলম্বীদের বারুণী স্নান বাঁশখালীর সাগর উপকূলে অনুষ্ঠিত হয়। বারুণী উপলক্ষে প্রতিবছর নানা আায়োজন থাকলেও এবার করোনার কারণে সামাজিক দূরত্ব মেনে সংক্ষিপ্ত পরিসরে স্নানের আয়োজন করা হয় মাত্র। অন্যান্য বছর সাগর পাড়ে মেলা, নামকীর্তন থাকলেও এবার এসব ছিল না। বাঁশখালীর সাগর উপকূলে বিভিন্নস্থানে স্নান কার্যক্রম হলেও সবচেয়ে বেশি লোক সমাগম হয় বাহারছড়া ও খানখানাবাদ সাগর উপকূলে। স্নান করতে আসা মিশন বিশ্বাস বলেন, করোনার কারণে এবার তেমন কোন আয়োজন ছিলনা শুধু পুণ্যার্থীরা স্নান কাজ করেছে।
বাঁশখালী পূজা পরিষদের সাবেক সভাপতি প্রদীপ গুহ বলেন, করোনার কারণে সব কিছু থমকে গেছে। তারপরেও এ মহামারি থেকে রক্ষা পেতে এবার প্রার্থনা করা হয়। বাহারছড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, এখানে স্নান করতে আসা পুণ্যার্থীদের যাতে কোন সমস্যা না হয় তার জন্য সার্বক্ষণিক তদারকি করা হয়েছে। সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউত্তর আগ্রাবাদ শাখার ত্রিবার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধদেওয়ানহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক ১৩