দেওয়ানহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক ১৩

আজাদী প্রতিবেদন | শনিবার , ১০ এপ্রিল, ২০২১ at ৭:৫৭ পূর্বাহ্ণ

নগরীর দেওয়ানহাটে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে একটি হোটেলের ম্যানেজারসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে তাদের আটক করা হয়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ওই হোটেল থেকে আমরা ১৫ জনকে আটক করি। যাচাই-বাছাইয়ের সময় এক জোড়া যুবক-যুবতী নিজেদের স্বামী-স্ত্রী দাবি করেন। খোঁজখবর নিলে এর সত্যতা পাওয়া যায়। একপর্যায়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে একজন হোটেলের ম্যানেজার। অপর ১২ জন যুবক-যুবতী।
তারা আইন অমান্য করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার উদ্দেশ্যে হোটেলে অবস্থান করছিল। মামলা রুজু করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর সাগর উপকূলে বারুণী স্নান
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় করোনায় মৃতদের দাফন ও সৎকারে প্রস্তুত কোয়ান্টাম ফাউন্ডেশন