উজালা পেইন্টসের ‘২৭ কোটি টাকা ভ্যাট ফাঁকি’

| শুক্রবার , ৯ অক্টোবর, ২০২০ at ৮:৪৬ পূর্বাহ্ণ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর উজালা পেইন্টস ফ্যাক্টরির ১৪৭ কোটি টাকার গোপন বিক্রয় তথ্য উদঘাটনের কথা জানিয়েছে। এতে প্রতিষ্ঠানটি ২৭ কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে দাবি করে এনিয়ে ভ্যাট কমিশনারেটের কাছে মামলা করা হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর। খবর বিডিনিউজের।
সমপ্রতি ঢাকার বাংলামোটরে এএইচএন টাওয়ারে উজালা পেইন্টসের প্রধান কার্যালয়ে অভিযানে যায় ভ্যাট গোয়েন্দারা। অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘উজালা পেইন্ট ফ্যাক্টরিটি সুকৌশলে নিজস্ব বাণিজ্যিক দলিলাদি প্রধান কার্যালয়ে গোপন করে রেখেছিল। কারখানা প্রাঙ্গণে এর পূর্বে ভ্যাট কর্মকর্তারা তল্লাশি করলেও এসব তথ্য পায়নি।’ অনুসন্ধানে পাওয়া যায়, গত ২০১৪ সালের এপ্রিল মাস থেকে ২০২০ সালের আগস্ট পর্যন্ত তারা ভ্যাট রিটার্নে ২৫৬ কোটি টাকা বিক্রয় প্রদর্শন করেছে। এই বিক্রির বিপরীতে এই ব্যবসা প্রতিষ্ঠানটি ভ্যাট পরিশোধ করে ৫১ কোটি টাকার। কিন্তু বাংলামটরের প্রধান কার্যালয় থেকে জব্দকৃত কাগজ অনুসারে প্রকৃত মোট বিক্রি পাওয়া যায় ৪০৩ কোটি টাকা। এতে ১৪৭ কোটি টাকা বিক্রির তথ্য গোপন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপেন্স হ্যারিসের বাকযুদ্ধ
পরবর্তী নিবন্ধইলিশের গাড়িতে ইয়াবা পাচার