ইলিশের গাড়িতে ইয়াবা পাচার

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ৯ অক্টোবর, ২০২০ at ৮:৪৭ পূর্বাহ্ণ

আনোয়ারায় ইলিশ মাছের গাড়ী করে ইয়াবা পাচারকালে মো. জালাল উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার বারশত ইউনিয়নের কালী বাড়ি এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ আনোয়ারা থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। জালাল রায়পুর ইউনিয়নের উত্তর সরেঙ্গা গ্রামের আবদুস সামাদের পুত্র। এ ব্যাপারে আনোয়ারা থানায় মামলার প্রক্রিয়া চলছে।
আনোয়ারা থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের চোখকে ফাঁকি দিয়ে ইলিশ মাছের গাড়ী করে কৌশলে ইয়াবা পাচারের খবর পেয়ে পুলিশ বারশত ইউনিয়নের কালী বাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় চট্ট-মেট্রো-ন-১১-৮১৯৬ নং ট্রাককে সন্দেহ হলে ট্রাকটিতে অভিযান চালিয়ে জালাল উদ্দিনের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইয়াবা বহনের অভিযোগে পুলিশ মাছসহ ট্রাকটিও জব্দ করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকা বলে জানা যায়। এ ব্যাপারে আনোয়ারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধউজালা পেইন্টসের ‘২৭ কোটি টাকা ভ্যাট ফাঁকি’
পরবর্তী নিবন্ধফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সন্দ্বীপে গ্রেফতার ৩ যুবক