উগ্র জাতীয়তাবাদী বৌদ্ধ সন্ন্যাসীকে ছেড়ে দিল মিয়ানমারের জান্তা

| বুধবার , ৮ সেপ্টেম্বর, ২০২১ at ১২:১৯ অপরাহ্ণ

উগ্র জাতীয়তাবাদী ও মুসলিমবিরোধী উল্টাপাল্টা কথাবার্তার জন্য পরিচিত বিতর্কিত এক বৌদ্ধ সন্ন্যাসীর বিরুদ্ধে থাকা সব অভিযোগ তুলে নিয়ে তাকে মুক্তি দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা। বেসামরিক সরকারের আমলে আসিন অয়ারাথু নামের ওই সন্ন্যাসীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছিল। খবর বিডিনিউজের।
মুসলমান বিশেষ করে রোহিঙ্গাদের টার্গেট করে দেওয়া ভাষণের জন্য সামরিক বাহিনীর কট্টর সমর্থক অয়ারাথু অনেকের কাছেই ‘বৌদ্ধ বিন লাদেন’ নামেও পরিচিত। সামপ্রতিক বছরগুলোতে তাকে সামরিক বাহিনীর সমর্থনে হওয়া বিভিন্ন মিছিল-সমাবেশে দেখা যাওয়ার পাশাপাশি উগ্র জাতীয়তাবাদী ভাষণ দিতে এবং অং সান সু চি ও তার সরকারের কড়া সমালোচনা করতে দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি।

পূর্ববর্তী নিবন্ধসুপার থ্রি পর্বে শুভ সূচনা নওজোয়ান গ্রীনের
পরবর্তী নিবন্ধবৃষ্টির জন্য বিবস্ত্র করে ঘোরানো হলো ৬ শিশু কন্যাকে