বৃষ্টির জন্য বিবস্ত্র করে ঘোরানো হলো ৬ শিশু কন্যাকে

| বুধবার , ৮ সেপ্টেম্বর, ২০২১ at ১২:১৯ অপরাহ্ণ

মধ্যপ্রদেশের দামো জেলার বানিয়া গ্রামে বৃষ্টির আশায় ছয়জন কিশোরীকে নগ্ন করে সারা গ্রাম ঘোরালেন স্থানীয়রা। সে গ্রামের মানুষের ধারণা, এতে দেবতা সন্তুষ্ট হবেন এবং বৃষ্টি দেবেন। গতকাল মঙ্গলবার এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। এর আগে গত রোববার এ ঘটনা ঘটে। খবর বাংলানিউজের। জানা যায়, স্থানীয়দের মধ্যে বৃষ্টি নিয়ে কিছু ধর্মীয় বিশ্বাস রয়েছে। এই বিশ্বাস অনুযায়ী, বৃষ্টি না হলে কমবয়সী মেয়েদের নগ্ন করে ঘোরানো হয়। বড়রা ভজন গাইতে গাইতে তাদের সঙ্গে ঘোরেন। তারা মনে করেন, এতেই সন্তুষ্ট হয়ে বৃষ্টির দেবতা বৃষ্টি দেবেন। এ বিষয়ে দামোর পুলিশ সুপার ডিআর তেনিয়ার জানান, কয়েক জন কিশোরীকে নগ্ন করে সারা গ্রাম ঘোরানোর খবর আমাদের কাছে এসেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
জোর করে ওই কিশোরীদের নগ্ন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনাটি সামনে আসতেই নড়েচড়ে বসেছে জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন। ইতিমধ্যেই দামোর জেলা প্রশাসনের কাছ থেকে এ সম্পর্কে রিপোর্ট চাওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউগ্র জাতীয়তাবাদী বৌদ্ধ সন্ন্যাসীকে ছেড়ে দিল মিয়ানমারের জান্তা
পরবর্তী নিবন্ধনির্বাচনী প্রচারে জাস্টিন ট্রুডোকে পাথর মারল বিক্ষোভকারীরা