সুপার থ্রি পর্বে শুভ সূচনা নওজোয়ান গ্রীনের

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৮ সেপ্টেম্বর, ২০২১ at ১২:১৩ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এলিট পেইন্ট রাবেয়া সিরাজ অনূর্ধ্ব-১৫ কিশোর ফুটবল লিগের সুপার থ্রি পর্বে শুভ সূচনা করেছে আগ্রাবাদ নওজোয়ান গ্রীন। গতকাল মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ পর্বের উদ্বোধনী খেলায় নওজোয়ান গ্রীন গতবারের চ্যাম্পিয়ন আলোর ঠিকানাকে ২-১ গোলে পরাজিত করে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল এক গোলে এগিয়ে ছিল। গতকাল খেলার শুরু থেকে নওজোয়ান গ্রীনের আক্রমন ভাগ বেশ তৎপরতা দেখায়। পাশাপাশি আলোর ঠিকানাও সুযোগ বুঝে হামলা করে নওজোয়ান গ্রীনের রক্ষণভাগে। তবে প্রথমার্ধে সফল ছিল নওজোয়ানই। গতকাল দু’দলই খেলোয়াড় নির্বাচনে বেশ সতর্কতা দেখায়। আগেকার সফল কিন্তু বয়স নিয়ে অভিযোগ উঠতে পারে এমন খেলোয়াড়কে সরিয়ে রেখে একাদশ মাঠে নামায়। ফলে দুই দলের খেলায় বেশ পার্থক্য গড়ে উঠে। তবে মাঠে নামা খেলোয়াড়রা ম্যাচ জমিয়ে রাখতে সক্ষম হয়। আক্রমন প্রতি আক্রমন করে খেলতে থাকা দু’দল প্রথমার্ধে ফলাফল পায়। সে ফলাফল আসে নওজোয়ান গ্রীনের পক্ষে। এ অর্ধের ২৯ মিনিটে নওজোয়ান গ্রীন আক্রমনে উঠে। তা থেকে কর্ণার লাভ করে তারা। অধিনায়ক মো. এয়াকুবের নেয়া কর্ণার বক্সের সামনে আসে। তা থেকে আবদুল্লাহ আল জুবাইদ হেড দিয়ে বল জালে জড়িয়ে দেন। এগিয়ে যেতে সক্ষম হয় আগ্রাবাদ নওজোয়ান গ্রীন (১-০)। এ গোলের পরপরই দু’দল বিরতিতে যায়। বিরতি থেকে ফিরে এসে নওজোয়ান গ্রীন আবারো ঝাঁপিয়ে পড়ে আলোর ঠিকানার গোল সীমানায়। ম্যাচের ৪৭ মিনিটে আবারো গোল আদায় করে নিতে সক্ষম হয় নওজোয়ান গ্রীন। এ সময় ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে জটলার সৃষ্টি হয় আলোর ঠিকানার গোলমুখে। সেখানে বল পেয়ে যান নওজোয়ান অধিনায়ক এয়াকুব। তিনি শটে বল জালে দেন (২-০)। দুই গোলে এগিয়ে যাওয়া নওজোয়ান বেশিক্ষণ এ স্কোর লাইন ধরে রাখতে পারেনি। চার মিনিট বাদেই খেলার ৫১ মিনিটে একটি গোল শোধ করে দেয় আলোর ঠিকানা। তাদের আক্রমনে নওজোয়ান গ্রীনের গোলমুখে জটলার সৃষ্টি হয়। সে জটলা থেকে আলোর ঠিকানার মো. আরাফাত হোসেন গোল করেন (২-১)। এ গোলটির জন্য নওজোয়ান গ্রীনের কিপার মাহাফুজুল হক দায়ী ছিলেন। তার ভুল গ্রিপিং এর কারণে এ গোল হজম করতে হয় গ্রীনকে। এ গোলের পরও নওজোয়ান গ্রীন আবারো গোল করার সুযোগ পেয়েছিল তবে তা কাজে লাগাতে পারেনি তারা। কিপারকে সামনে পেয়ে বল উপর দিয়ে মেরে দেয় তাদের আক্রমণ ভাগ। এতে সুবর্ন সুযোগ নষ্ট হয় নওজোয়ান গ্রীনের। বাকি সময় আলোর ঠিকানাও যুতসই আক্রমন গড়তে পারেনি। যে কয়টা আক্রমন করে তারা তা নস্যাৎ করে দেয় নওজোয়ানের রক্ষণভাগ। ফলে ২-১ গোলের হার নিয়েই মাঠ ত্যাগ করতে হয় মোশাররফ হোসেন লিটনের দল আলোর ঠিকানাকে। সুপার থ্রি পর্বের তিনটি দলের মধ্যে বাকি দলটি হলো মাদারবাড়ী শোভনীয়া ক্লাব। আজ কোন খেলা নেই। কাল বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর কিশোর ফুটবল লিগের সুপার থ্রি পর্বে অংশ নেবে মাদারবাড়ী শোভনীয়া ক্লাব এবং আগ্রাবাদ নওজোয়ান গ্রীন। বিকাল ৩.৩০টায় এ খেলা চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে বিলিয়ার্ড ফাইনাল সম্পন্ন
পরবর্তী নিবন্ধউগ্র জাতীয়তাবাদী বৌদ্ধ সন্ন্যাসীকে ছেড়ে দিল মিয়ানমারের জান্তা