উখিয়ায় শিশুসহ ৬ রোহিঙ্গা দগ্ধ

রান্না ঘরের গ্যাস পাইপ থেকে আগুন

উখিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৩ মে, ২০২২ at ৫:৫১ পূর্বাহ্ণ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে রান্না ঘরের গ্যাস পাইপ থেকে আগুন ধরে শিশুসহ ৬ জন রোহিঙ্গা অগ্নিদগ্ধ হয়েছেন। অগ্নিদগ্ধ রোহিঙ্গারা কুতুপালংয়ে একটি বিদেশি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে উখিয়া কুতুপালং ১/ ইস্ট ক্যাম্পের ডি/৪ ব্লকে এ অগ্নিদগ্ধের ঘটনাটি ঘটে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাঈমুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উক্ত ক্যাম্পের উল্লেখিত ব্লকের নুর আলমের (৫৩) রান্নাঘরের গ্যাস থেকে আগুন ধরে যায়। এ সময় পাশ্ববর্তী রোহিঙ্গারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করেন।

এতে গৃহকর্তা নুর আলম, তার স্ত্রী, দুই ছেলে এবং পাশের ঘর থেকে দেখতে আসা দুই রোহিঙ্গাসহ মোট ছয় ৬ জন অগ্নিদগ্ধ হয়। তারা বর্তমানে কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের ঘরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধবোতলজাত সয়াবিন ড্রামে ঢেলে বিক্রি
পরবর্তী নিবন্ধনতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে