উইন্ডিজ সফরে মোস্তাফিজকে চায় বিসিবি

চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আজ

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২২ মে, ২০২২ at ১০:৫৮ পূর্বাহ্ণ

টেস্ট ক্রিকেটে খুব একটা নিয়মিত নন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। প্রায় সাত বছরের ক্যারিয়ারে সব মিলিয়ে কেবল ১৪ টেস্ট খেলেছেন মোস্তাফিজুর রহমান। এই ম্যাচগুলোতে তিনি নিয়েছেন ৩০ উইকেট। এদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে মোস্তাফিজুর রহমানকে টেস্ট স্কোয়াডে রাখতে চায় বিসিবি। তবে আইপিএল খেলতে লম্বা সময় ধরে দেশের বাইরে থাকায় এই সিরিজেই টেস্টে ফেরার ইচ্ছে নেই বাঁহাতি এই পেসারের। বোর্ড এখন মোস্তাফিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানার অপেক্ষায়। শনিবার রাতেই আইপিএলের ম্যাচ শেষে সিদ্ধান্ত জানানোর কথা তার। আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানা যাবে রোববার।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানান, মোস্তাফিজের সঙ্গে তারা নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছেন টেস্টে ফেরা নিয়ে। ‘আজকে সকালেও ওর সঙ্গে কথা হয়েছে আমার। তখনও সিদ্ধান্ত পুরোপুরি নিতে পারছিল না। আজকে দিল্লির ম্যাচ আছে আইপিএলে। খেলা শেষে আরেক দফায় কথা বলব। কালকে আপনারা জানতে পারবেন, আশা করি সকালেই।’ ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বাংলাদেশের দল ঘোষণা করা হবে রোববার। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বিসিবিতে শনিবার জানান, এই সফরে লাল বলে মোস্তাফিজকে প্রবলভাবেই চান তারা। ‘এটা তো পরিষ্কার যে আমরা চাচ্ছি মোস্তাফিজ টেস্ট খেলুক, অন্তত ওয়েস্ট ইন্ডিজ সফরে। আমরা তাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জানিয়েছি যে ‘আমরা তোমাকে চাই’, দেখা যাক সে কী বলে।

এটা কালকের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। আপনারা কালকে দল পাবেন। তখনই বুঝতে পারবেন।’ অনেক দিন ধরেই লাল বলের ক্রিকেটের ধারেকাছে নেই মোস্তাফিজ । বিসিবির লাল বলের কেন্দ্রীয় চুক্তিতেও গত দুইবার তিনি সই করেননি। সবশেষ টেস্ট খেলেছেন তিনি গত বছরের ফেব্রুয়ারিতে। গত সাড়ে তিন বছরে টেস্ট খেলেছেন স্রেফ দুটি। টেস্টের বাইরে গত ৫ বছরে স্রেফ ৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। গত দুই বছরে বাংলাদেশের টেস্ট পরিকল্পনায়ও রাখা হয়নি তাকে। তবে এবার ওয়েস্ট ইন্ডিজে চোটের কারণে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে পাচ্ছে না দল।

এ কারণেই মোস্তাফিজকে ফেরাতে এত তোড়জোর, বলছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান। ‘আমরা বলেছি তাকে খেলতে। মোস্তাফিজ তো চাচ্ছিল না খেলতে। আমরা তাকে খেলতে বলেছি, কারণ আমাদের দুজন ফ্রন্ট লাইন বোলার নেই। গুরুত্বপূর্ণ দুজন বোলার নেই। আমরা মনে করি, মোস্তাফিজের সার্ভিস গুরুত্বপূর্ণ এখানে। আমরা তাকে জানিয়েছি, সে নির্বাচকদের জানিয়েছে। কালকে দল দিলে বুঝতে পারবেন।’ আইপিএলে খেলার জন্য প্রায় দুই মাস ধরে ভারতে আছেন মোস্তাফিজ। এর আগে বাংলাদেশ দলের হয়ে তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকা সফরে। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট না খেলতে চাওয়ার পেছনে এই কারণই মোস্তাফিজ দেখিয়েছেন বলে জানান জালাল ইউনুস। ‘সে বলছে যে সে দুই মাস ধরে ওখানে (আইপিএলে) আছে, অনেক দিন ধরে বাইরে আছে। লম্বা একটা সময় চলে যাচ্ছে।

সে বলতে পারে যে শারীরিকভাবেও ফিট নয়। আমরা বলেছি যে ‘তুমি আসো, দেখা যাবে, কী করা যায়।’ মনে হচ্ছে সে খেলতে পারবে, কালকে জানাব আমরা।’ বিসিবির লাল বলের চুক্তিতে সই না করার পেছনে মোস্তাফিজ কারণ দেখিয়েছিলেন কোভিড মহামারীর সময়ে জৈব সুরক্ষা বলয়ের জীবন। এখন আর তা নেই। তার চোটপ্রবণ শরীর অবশ্য নিয়মিত টেস্ট খেলার পথে বড় একটি দুর্ভাবনা। এটিও বিবেচনায় নেওয়া হবে, নিশ্চিত করলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান। ‘যখন তিনটি ফরম্যটের কথা জানতে চেয়েছিলাম, সে দুটি ফরম্যাটের কথা বলেছে। টেস্টে এটা বলেছে যে, বায়ো বাবল না থাকলে তাকে পাওয়া যাবে। এখন আর বায়ো বাবল নেই। তবে ফাস্ট বোলার যারা আছে, সবাই চোটপ্রবণ একটু। আমরা চাইব ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর জন্য। দেখা যাচ্ছে যে খুব ঘনঘন ইনজুরি হচ্ছে।’ ‘এবার আইপিএলে তো খুব বেশি ম্যাচ সে খেলেনি। ৮টি ম্যাচ খেলেছে। বিশ্রাম কিছুটা ওখানে পেয়েছে। আমরা বলছি না যে ভবিষ্যতে মোস্তাফিজ সব টেস্টই খেলবে। যখন আমাদের মনে হবে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর দরকার, তখন আমরা তাকে খেলাব।’

আগামী ৫ জুন ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। টেস্ট সিরিজ শুরু ১৬ জুন।

পূর্ববর্তী নিবন্ধশেখ রাসেল অনূর্ধ্ব-১১ ক্রিকেটে খেলোয়াড় বাছাই সম্পন্ন
পরবর্তী নিবন্ধআদালত অবমাননা, এক লাখ ১০ হাজার ডলার জরিমানা দিলেন ট্রাম্প