শেখ রাসেল অনূর্ধ্ব-১১ ক্রিকেটে খেলোয়াড় বাছাই সম্পন্ন

| রবিবার , ২২ মে, ২০২২ at ১০:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়া বিভাগের উদ্যোগে শুরু হতে যাচ্ছে শেখ রাসেল অনূর্ধ্ব-১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেট। ২৯ মে থেকে এম এ আজিজ স্টেডিয়ামে শিশু-কিশোরদের এই ক্রিকেট উৎসব শুরু হওয়ার কথা থাকলেও জুনের প্রথম দিকে স্কুল পরীক্ষার কারণে টুর্নামেন্ট শুরুর তারিখ পিছিয়ে দেয়া হয়েছে। চূড়ান্ত তারিখ ঘোষণা না হলেও আয়োজকরা জানিয়েছেন ১৫ জুনের পর খেলা শুরু হবে।

এদিকে টুর্নামেন্টকে সামনে রেখে প্রতিটি একাডেমির খেলোয়াড় বাছাই গতকাল সম্পন্ন হয়েছে। ডাক্তার সুব্রত চৌধুরীর পরিচালনায় উক্ত খেলোয়াড় বাছাই কার্যক্রম তদারকী করেন মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং সিজেকেএস সহ-সভাপতি লায়ন দিদারুল আলম চৌধুরী।

কার্যক্রমে যে সকল খেলোয়াড়কে ডাক্তারি পরীক্ষার শর্তে বাছাই করা হয়েছে তাদের চূড়ান্ত ডাক্তারি পরীক্ষার দিন স্ব-স্ব দলের সকল খেলোয়াড়কে নিয়ে উপস্থিত থাকার প্রস্তুতি নিতে বলা হয়েছে। চূড়ান্ত ডাক্তারি পরীক্ষার তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছে আয়োজকরা।- প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ সফরে আসছেন আজ আইসিসি প্রধান
পরবর্তী নিবন্ধউইন্ডিজ সফরে মোস্তাফিজকে চায় বিসিবি