‘উইকেট নিয়ে ভাবতে হবে বাংলাদেশকে’

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ১০:৫১ পূর্বাহ্ণ

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শেষে শহিদ আফ্রিদি শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট প্রসঙ্গে কথা বলেছেন। তার মতে, এই ধরনের উইকেটে খেলে বাংলাদেশের উন্নতি সম্ভব নয়। তিনটি ম্যাচে ব্যাটারদের দুর্দশার জন্য উইকেটকেই দায় দিচ্ছেন আফ্রিদি। সাবেক এই অলরাউন্ডার টুইটারে বললেন, উইকেট নিয়ে ভাবতে হবে বাংলাদেশকে। ‘বাংলাদেশের গভীর উপলব্ধি প্রয়োজন, তারা কি এই ধরনের পিচে খেলে জিততে চায় এবং দেশের বাইরে ও বিশ্বকাপে মলিন পারফরম্যান্স দিতে চায়? তাদের প্রতিভা আছে অনেক, খেলাটির প্রতি আবেগ তীব্র। কিন্তু উন্নতি করতে হলে ভালো পিচের প্রয়োজন জরুরিভাবে।’

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস প্রিমিয়ার ও ১ম বিভাগ কাবাডি লিগ ৩ ডিসেম্বর শুরু
পরবর্তী নিবন্ধদ্বিতীয় বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণকারী দলগুলোর জ্ঞাতার্থে