উইকেটে স্পিন আশা করেন কুসল পেরেরা

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৩ মে, ২০২১ at ৭:০৬ পূর্বাহ্ণ

তামিম ইকবাল খোলাসা না করলেও শ্রীলংকান অধিনায়ক কুসল পেরেরার বুঝে নিতে কোনো সমস্যা হয়নি। তিনি মোটামুটি নিশ্চিত, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের উইকেটে স্পিনারদের জন্য থাকবে সহায়তা। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন শনিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কুসল পেরেরা জানান, উইকেটে স্পিন আশা করছেন তিনি। ‘আমরা জানি, বাংলাদেশের শক্তির জায়গাগুলোর একটি তাদের স্পিন বোলিং আক্রমণ। তাই ধারণা করছি, এমন উইকেটই হবে।’ উইকেট নিয়ে অবশ্য খুব একটা ভাবছেন না পেরেরা। নিজেদের বোলিংয়ের একটা জায়গা নিয়েই বেশি ভাবতে হচ্ছে তাকে। অভিজ্ঞ বোলারদের বেশিরভাগের অনুপস্থিতিতে শেষ ১০ ওভারের বোলিং চ্যালেঞ্জিং হতে পারে বলে মনে হচ্ছে তার। ‘ডেথ বোলিং নিয়ে আমাদের পরিকল্পনা আছে। তবে এটাও মনে রাখা গুরুত্বপূর্ণ, কেবল অভিজ্ঞতার মধ্য দিয়েই এটা আরও ভালো হতে পারে। শুরু থেকেই সব নিখুঁত হবে, এমনটা আশা করা যায় না।’ ‘এই ভূমিকায় আমাদের বোলাররা নতুন। তাই আমাদের ধৈর্য ধরতে হবে। কখনও কখনও খরুচে হয়ে যাবে এবং ভুল থেকে শিখবে।’ এদিকে শ্রীলংকান বোর্ডের সাথে চলছে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে ঝামেলা। বাংলাদেশের বিপক্ষে মাঠের লড়াইয়ে শ্রীলংকা দলের ওপর যা বিরূপ প্রভাব ফেলতে পারে। তবে দলটির নতুন ওয়ানডে অধিনায়ক কুসল পেরেরা বললেন, আপাতত এসব নিয়ে ভাবছেন না তারা। এখন স্রেফ সিরিজে মনোযোগ তাদের। শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের ঝামেলা মূলত প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তির শর্ত নিয়ে। প্রস্তাবিত নতুন চুক্তিতে সর্বনিম্ন ভিত্তি পারিশ্রমিক ধরা হয়েছে ২৫ হাজার মার্কিন ডলার, সর্বোচ্চ ১ লাখ। চুক্তির এই ধরন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ২৪ জন ক্রিকেটারের সবাই। ক্যাটাগরিগুলোতে স্বচ্ছতার অভাব রয়েছে বলে অভিযোগও করেন তারা। তাই ‘অন্যায্য’ এই চুক্তিপত্রে স্বাক্ষর করতে রাজি নন কেউ। গতকাল শনিবার সংবাদ সম্মেলনে অধিনায়ক কুসল পেরেরা জানান, কিছুটা উদ্বিগ্ন তারাও। তবে সব কিছুর দ্রুত সমাধানের আশায় আছেন সবাই। ‘যেহেতু এই মুহূর্তে আমাদের লক্ষ্য বাংলাদেশ সিরিজে, তাই বোর্ডের সঙ্গে চলমান চুক্তির ঝামেলা নিয়ে আমরা খুব বেশি ভাবতে চাই না। হ্যাঁ, এটা আমাদের সবার জন্যই উদ্বেগের, তবে আশা করছি এটা শিগগিরই সমাধান হয়ে যাবে।’

পূর্ববর্তী নিবন্ধআর্চারির বিশ্বকাপ ফাইনাল খেলবে আজ বাংলাদেশ
পরবর্তী নিবন্ধকরোনায় আক্রান্ত টিম লিডার সুজন