ঈদে আসছে সাড়ে ২৭ হাজার কোটি টাকার নতুন নোট

| বৃহস্পতিবার , ১৪ এপ্রিল, ২০২২ at ৬:৫৫ পূর্বাহ্ণ

মানুষের চাহিদা মেটাতে বরাবরের মতো এবারও ঈদে নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। এই রোজার ঈদে ২৭ হাজার ৬০০ কোটি টাকার নতুন নোট ছাড়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম। খবর বিডিনিউজের।
গতকাল বুধবার তিনি বলেন, প্রতি ঈদেই নতুন নোটের চাহিদা থাকে। চাহিদা বিবেচনায় নিয়ে এবারের ঈদে এই পরিমাণ নতুন নোট বাজারে ছাড়া হবে।
এর মধ্যে ১০ টাকার নোট হবে ৭৯ কোটি ৪৫ লাখ টাকা, ২০ টাকার নোট হবে ৩১৭ কোটি ৯০ লাখ টাকা, ৫০ টাকার নোটি হবে ১৪৪ কোটি টাকা, ১০০ টাকার নোট হবে ১ হাজার ৭০০ কোটি টাকা, ২০০ টাকার নোট হবে ৩৬৩ কোটি টাকা, ৫০০ টাকার নোট হবে ৫ হাজার ৫৯৭ কোটি ৫৩ লাখ টাকা, ১ হাজার টাকার নোট হবে ১৫ হাজার কোটি টাকা।
আগামী ২০ এপ্রিল থেকে ২৮ তারিখ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখার কাউন্টারের মাধ্যমে নতুন নোট দেওয়া হবে। একই সময় ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৩২টি শাখার মাধ্যমেও নতুন নোট দেওয়া হবে।
এবার একজন ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নোটের একটি করে প্যাকেট বা মোট ১৮ হাজার টাকা বিনিময় করে নিতে পারবেন। এর জন্য সমপরিমাণ টাকা ব্যাংকে জমা দিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধবাঙালির প্রাণের উৎসব বলী খেলাকে বাঁচিয়ে রাখার অনুরোধ সুজনের
পরবর্তী নিবন্ধভূমিহীনদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শনে বিভাগীয় কমিশনার