ঈদের আনন্দ!

মোয়াজ্জেম হোসেন | মঙ্গলবার , ৯ এপ্রিল, ২০২৪ at ৫:০৭ পূর্বাহ্ণ

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে বৈচিত্র্যময়, ঈদ মানে সুন্দর। তবে বড়দের চেয়ে ছোটদের এই আনন্দ অনেক বেশি। কয়েক প্রস্ত নতুন জামা জুতো, ঈদের সালাম সাথে সালামি। সারা বছরের নিজের খেয়াল খুশি মতো খরচের বাজেট এই সালামিতে পরিপূর্ণ। তবে বর্তমান সময়ে এই আনন্দ শুধু যেন উচ্চবিত্তদের জন্য নির্ধারিত। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সোজা বাংলায় দেশের আশির ভাগ মানুষের জন্য ঈদ আজ আনন্দের ও আশীর্বাদ না হয়ে অভিশাপ হয়ে আসে। ঈদ কেন্দ্রিক ব্যবসায় যারা সম্পৃক্ত আর যারা উপরি পায় বা উপরি খায় অথবা অঢেল বিত্তশালী তারা ছাড়া বেশিরভাগ মানুষের জীবনে ঈদ আনন্দের না হয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সমাজের অধিকাংশ মানুষ ঈদের বাড়তি খরচ জোগাড় করতে পারে না। ঈদে অতিরিক্ত খরচ যেমন; ছেলে মেয়েদের নতুন লেটেস্ট ডিজাইনের জামা জুতো আর সালামি, মসজিদের চাঁদা, তারাবির চাঁদা, বিভিন্ন অনুষ্ঠানের চাঁদা, মাস জুড়ে ভালো খাবার, আত্মীয় স্বজনের চাহিদাপূরণ, বাধ্য হয়ে কিছু দান সাদকা। দেশের অধিকাংশ মানুষ দৈনন্দিন খরচ মেটাতে যেখানে হিমশিম খায়, সেখানে ঈদে বাড়তি খরচ তাদের জন্য বিলাসিতা, যেন ‘মড়ার ওপর খাড়ার ঘা’। আর্থিক সংকটের পাশাপাশি ঈদ আনন্দে বড় বাধা; রাজনৈতিক ও সামাজিক বিভেদ ও পারিবারিক বিরোধ। জীবনে যত বাধা বিপত্তি আসুক, আর্থিক অসংগতি আসুক। যত বিভেদ ও বিসম্বাদ থাকুক না কেন, ঈদ হোক সবার জন্য আনন্দ, শান্তি ও সুখের। আমরা যেন এক জন্য জনকে দেখে আনন্দ পাই, হৃদয়ে শান্তি অনুভব করি।

পূর্ববর্তী নিবন্ধঈদ আনন্দ উদযাপনের প্রত্যাশা
পরবর্তী নিবন্ধঈদে শুদ্ধ মনের বিকাশ হোক