ইয়াছির এন্টারপ্রাইজের দুই মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১০০ কোটি টাকা আত্মসাৎ মামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২ নভেম্বর, ২০২১ at ৬:২৬ পূর্বাহ্ণ

প্রাইম ব্যাংকের ১০০ কোটি ১৫ লাখ ৪৭ হাজার ২৩০ টাকা আত্মসাতের ঘটনায় করা একটি মামলায় মেসার্স ইয়াছির এন্টারপ্রাইজ এন্ড শাপলা ফ্লাওয়ার মিলস’র দুই মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তারা হলেন- মোজাহের হোসেন ও তার স্ত্রী জেবুন্নেছা। গতকাল সোমবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে পাওনা আদায়ে আসামিদের প্রতি গ্রেপ্তারি পরোয়ানার আদেশ চেয়ে আদালতে একটি আবেদন করেন ব্যাংক কর্তৃপক্ষ। অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাইম ব্যাংক লালদিঘী শাখা থেকে ১০০ কোটি ১৫ লাখ ৪৭ হাজার ২৩০ টাকা আত্মসাতের অভিযোগে মেসার্স ইয়াছির এন্টারপ্রাইজ এন্ড শাপলা ফ্লাওয়ার মিলস ও দুই মালিকের বিরুদ্ধে ২০১৬ সালে একটি অর্থঋণ মামলা করেন ব্যাংক কর্তৃপক্ষ। একই বছরের ২১ জুন এ মামলায় ব্যাংকের পক্ষে রায় ঘোষণা করেন আদালত। রায়ে ৬০ দিনের মধ্যে ব্যাংকের টাকা পরিশোধের কথা বলা হয়। কিন্তু আসামিরা টাকা পরিশোধ করেননি। এরপর ব্যাংক কর্তৃপক্ষ ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর উক্ত টাকা ফেরত পেতে জারি মামলা করেন।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধরাউজানে একজন করে প্রার্থীর মনোনয়নপত্র দাখিল